চেন্নাই: আজ জন্মদিন দক্ষিণী ছবির সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun)। জনপ্রিয় তিনি আগেও ছিলেন। কিন্তু 'পুষ্পা- দ্য রাইজ পার্ট ওয়ান' তাঁকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। আজ জন্মদিনে (Happy Birthday Allu Arjun) ৪০ বছরে পা দিলেন অভিনেতা। জানা গিয়েছে, জন্মদিন উদযাপন করতে ইউরোপ উড়ে গিয়েছেন অভিনেতা। তার আগে অনুরাগীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন।


জন্মদিনে অনুরাগীদের উদ্দেশে বার্তা আল্লু অর্জুনের-


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুরাগীদের উদ্দেশে দীর্ঘ বার্তা দিয়েছেন দক্ষিণী ছবির সুপারস্টার আল্লু অর্জুন। তিনি লেখেন, 'হ্যালো এভরিওয়ান। প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদের জন্যই আমি আজ এতদূর আসতে পেরেছি। আজ আমি ৪০ বছরে পা দিলাম। আর যখনই পিছনে ফিরে তাকাই, তখন নিজেকে অত্যন্ত আশীর্বাদ ধন্য মনে করি যে আমার জীবনে খুব সুন্দর কিছু মানুষ রয়েছেন। তাঁরা আমার জীবন ভরিয়ে রেখেছেন। আর আমার বাবা-মায়ের আশীর্বাদ রয়েছে। রয়েছে বন্ধু, পরিবার, শিক্ষক, শুভাকাঙ্খী আর আমার ছবির জগতের কিছু মানুষ, আমার দর্শক এবং অবশ্যই আমার ভালোবাসার অনুরাগীরা। আমি আমার জীবনে যত ভালোবাসা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। প্রত্যেককে ধন্যবাদ আমার জীবনের এই সুন্দর জার্নির একটা অংশ হয়ে থাকার জন্য। ধন্যবাদ জানাই সকলকে কৃতজ্ঞতাসহ।'



আরও পড়ুন - Debina Bonnerjee Updates: দুই সন্তানকে কোলে নিয়ে দেবিনা, পোস্ট করলেন মিষ্টি ভিডিও


প্রসঙ্গত, সম্প্রতি খবর পাওয়া যায় তেলঙ্গানা রাজ্য পুলিশ (State Police) দক্ষিণী তারকা অভিনেতা আল্লু অর্জুনের কালো রেঞ্জ রোভার লাক্সারি এসইউভিতে (Range Rover SUV) কালো রঙের কাচ ব্যবহারের জন্য জরিমানা করেছে। ভারতে গাড়ির জানালায় কালো কাচ ব্যবহার নিষিদ্ধ। জরিমানা (fine) হিসেবে ৭০০ টাকা (700 rs) দিতে হয় 'পুষ্পারাজ'কে। জানা যায়, গোটা দেশে গাড়ির জানালায় কালো কাচ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একাধিক তারকা প্রায়ই সেই নিয়ম ভঙ্গ করেন। প্রথমত এই কাচ থাকলে গাড়ির ভিতরে কে রয়েছে তা বোঝা যায় না বাইরে থেকে। দ্বিতীয়ত, কালো কাচ তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি গাড়িকে গ্রিনহাউস গ্যাসের প্রভাবে গরম হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে।