কলকাতা: তাঁর ব্যক্তিগত জীবনে সম্প্রতি একটা ঝড় গিয়েছে। তাঁর জনপ্রিয়তাই কার্যত কাল হয়েছে তাঁর। একটা রাত জেলে পর্যন্ত কাটাতে হয়েছে তাঁকে। সেই অল্লু অর্জুনের (Allu Arjun) ছবি 'পুষ্পা ২' (Pushpa 2) বক্সঅফিসে কেমন ফল করল? রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana) আর অল্লু অর্জুনের ছবি 'পুষ্পা ২' কেমন ব্যবসা করল বক্সঅফিসে? দেখে নেওয়া যাক এক ঝলকে।
ইতিমধ্যেই দুই সপ্তাহ পেরিয়ে গিয়েছে ‘পুষ্পা ২' (Pushpa 2: The Rule)। অল্লু অর্জুনের গ্রেফতার হওয়া বা তার কোনও প্রভাব পড়েনি এই ছবিতে। এই ছবি বক্স অফিসকে কার্যত ঝড় তুলেছে। শনিবার এই ছবি গোটা পৃথিবীতে ছুঁল ১০০০ কোটির লক্ষ্যমাত্রা। শুধুমাত্র দেশেই এই ছবিটি আয় করেছে ৮২৫ কোটি। এই ছবি ভেঙে দিয়েছে একাধিক ছবির রেকর্ডকে। সুকুমারের এই ছবি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। আর সেই ছবিই ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে এই লক্ষ্যমাত্রা। শনিবার ও রবিবার 'পুষ্পা'-র রেভিনিউ বেড়েছে ৭১ শতাংশ।
'পুষ্পা ২'-এর হিন্দি ভার্সন আয় করেছে ৬২.৩ কোটি। এই ছবির তেলুগু ভার্সনই ইতিমধ্যেই আয় করে ফেলেছে ১৩ কোটি। অন্যান্য মাধ্যম থেকে এই ছবি মোট আয় করেছে ১৯৫ কোটি। আর এই সব মিলিয়েই আপাতত 'পুষ্পা ২' ছবির আয় ১১০৬ কোটি। এত কম সময়ে হাজার কোটিরল লক্ষ্যমাত্রা পেরিয়ে যাওয়া সহজ নয়। সেই কেরামতিই দেখিয়েছে 'পুষ্পা ২'। মনে করা হচ্ছে 'পুষ্পা ২' খুব কম সময়ের মধ্যেই ডিঙিয়ে যাবে 'জওয়ান' (Jawan) ও 'কেজিএফ চ্যাপ্টার ২' (KGF Chapter 2)-এর মতো ছবিকে। মাত্র ২ সপ্তাহে এই ছবির হাজার কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলাও একটা রেকর্ড তো বটেই।
অন্যদিকে, আন্তর্জাতিক ক্ষেত্রে এই ছবি ৫ দিনে ১ মিলিয়ন রোজগার করেছে। 'দঙ্গল' ও 'বাহুবলী ২'-এর মতো ছবি আন্তর্জাতিকভাবে ১৫০০ মিলিয়নের লক্ষ্যমাত্রা ডিঙোনোর নজির তৈরি করেছে। এখন 'পুষ্পা ২' কোন পথে এগোয় সেটাই দেখার। ২০২১ সালে মুক্তি পেয়েছিল 'পুষ্পা ১' মুক্তি পাওয়ার পরে, দীর্ঘ ৩ বছর অপেক্ষা করতে হয়েছিল দর্শকদের। সেই অপেক্ষাই এখন প্রভাব ফেলেছে বক্সঅফিসে।
আরও পড়ুন: Allu Arjun: জেলে এক রাত কেমন করে কাটালেন, কী খেলেন অল্লু অর্জুন?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে