কলকাতা: এই ছবির মুক্তির আগে থেকেই জড়িয়েছে বিতর্কে। ছবির একাধিক দৃশ্য বাদ যাওয়া থেকে শুরু করে, এই ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, ছবির সঙ্গে সঙ্গে বিতর্কে জড়িয়েছেন অল্লু অর্জুন (Allu Arjun)-ও। প্রেক্ষাগৃহে চুটিয়ে ব্যবসা করার পরে, এবার সেই বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মে। এবার মোবাইলেই দেখা যাবে 'পুষ্পা ২' (Pushpa 2)। তাও ঘরে বসেই। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে গিয়েছে। কোথায় দেখা যাচ্ছে এই ছবিটি? ওটিটিতে যাঁরা এই ছবিটি দেখবেন, তাঁরা বিশেষ কী কী পাবেন? দেখে নেওয়া যাক।
আজই নেটফ্লিক্সের (Netflix) পর্দায় মুক্তি পেয়েছে 'পুষ্পা ২' । হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালি ভাষায় আজই মুক্তি পেয়ে গিয়েছে এই ছবি। খুব তাড়াতাড়ি কন্নড় ভাষাতেও ওটিটিতে মুক্তি পেয়ে যাবে এই ছবি। কিন্তু কেন সিনেমাহলে দেখে এলেও, ওটিটিতে দেখতেই হবে 'পুষ্পা ২'? নির্মাতারা জানাচ্ছেন, সেন্সর বোর্ডের কোপে এই ছবি থেকে যে ২৪ মিনিট বাদ পড়েছিল, সেই ২৩ মিনিট যোগ করে দেওয়া হয়েছে ওটিটি ভার্সনটিতে। অর্থাৎ গল্পের দৈর্ঘ্য বেড়ে হয়েছে ৩ ঘণ্টা ৪৪ মিনিট।
নেটফ্লিক্সের (Netflix) পর্দায় এই ছবিটি দেখা যাবে। আপনাকে এই ছবিটি দেখতে গেলে খরচ করতে হবে কত টাকা? মোবাইলের ক্ষেত্রে মাসিক মাত্র ১৪৯ টাকায় দেখা যাবে 'পুষ্পা ২' ছবিটি। তবে এই সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র মোবাইল ও ট্যাবলেটে। এছাড়া একটি ১৯৯ টাকার বেসিক প্ল্যান রয়েছে। সেটিও ১ মাসের। স্ট্যান্ডার্ট প্ল্যানটি রয়েছে ৪৯৯ টাকায়। এটি মোবাইল ও ল্যাপটপে দেখা যাবে। ১ মাসের এই প্ল্যান শেয়ার করা যাবে একাধিক স্ক্রিনে। প্রিমিয়াম প্ল্যানটি হল ৬৪৯ টাকার। মোট ৪টি ডিভাইজে চালানো যাবে এই প্ল্যানটি। আর নেটফ্লিক্স সাবস্ক্রাইব করা থাকলে আপনি বিনামূল্যেই দেখতে পাবেন এই ছবি।
প্রসঙ্গত, এই ছবিটির প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। অল্লু অর্জুনের আগমনেই নাকি তৈরি হয়েছিল এই পরিস্থিতি। এই ঘটনায় অল্লু অর্জুনকে হাজতবাসও করতে হয়েছিল।
আরও পড়ুন: Raghu Dakat: বড় ঘোষণা! দেবের 'রঘু ডাকাত'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সোহিনী ও ইধিকাকে