কলকাতা: আপতত তিনি ব্য়স্ত পুষ্পা: দ্য রুল (Pushpa The Rule)-এর শ্য়ুটিং-এ। আর এরই মধ্য়ে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। জঙ্গলের মধ্য়ে গিয়ে একেবারে বাঘের মুখোমুখি হলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন (Allu Arjun)। তারপর কী হল?
সম্প্রতি নিজের ট্য়ুইটার হ্য়ান্ডেলে (Twitter) একটি ভিডিও শেয়ার করেছেন (Pushpa) তারকা। জানা যাচ্ছে, পুষ্পা: দ্য রুল (Pushpa The Rule)-এর শ্য়ুটিং এর ফাঁকে রাজস্থানের রনথম্বোর ন্য়াশানাল পার্কে (Ranthambore National Park) গিয়েছিলেন তিনি। সেখানেই পরিবারের সঙ্গে জঙ্গল সাফারিতে বেড়িয়েছিলেন অভিনেতা। আর তাঁর কয়েক হাত দূরেই সশরীরে বসেছিল রয়্য়াল বেঙ্গল (Royal Bengal)। আর এই ভিডিও প্রকাশ্য়ে আসার পরই তা ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।
আরও পড়ুন...Samantha Ruth Prabhu: অ্য়াকশন দৃশ্য়ের শ্য়ুটিং-এ গিয়ে গুরুতর আহত সামান্থা
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise) রীতিমত হইচই ফেলে দিয়েছিল সিনেপ্রেমীদের মধ্য়ে। এই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দনা (Rashmika Mandana)। ছবির গান-গল্প-অ্যাকশন সবই কিছুই মন জয় করেছিল আপামর দর্শকের। তাই খুব স্বাভাবিক ভাবেই এই ছবির সিক্য়ুয়েল নিয়েও তাই এখন থেকেই দর্শকের মধ্য়ে চড়ছে উন্মাদনার পারদ। গত বছর শেষ থেকে শুরু হয় সিক্য়ুয়েলের শ্য়ুটিং-এর কাজ। সূত্রের খবর অনুযায়ী, এই ছবির কিছু দৃশ্য় বাংলাতে শ্য়ুটিং হওয়ার কথা থাকলেও উপয়ুক্ত পরিকাঠামো না থাকায় তা বাতিল হয়ে যায়।
প্রসঙ্গত, পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise) দেশের বক্স অফিসে (Indian Box Office) রাজত্ব করার পর এবার এই ছবি ঝড় তুলেছিল রাশিয়াতেও (Russia)।এক মাসের মধ্য়েই রাশিয়ার মুদ্রায় ১.০২ কোটি রুবলস আয় করেছে ইতিমধ্যেই এই ছবি। এছাড়াও সেই দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে এখনও চলছে এই ছবি। প্রথমে যে কটি প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পায়, তার থেকেও একটি হলের সংখ্যাও কমেনি এখনও পর্যন্ত। রাশিয়া সংস্করণের নিরিখে ভারতীয় ছবির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত 'ওয়ার'। তার ব্যবসার পরিমাণ ছিল ১.৭ কোটি রুবলস। তবে সাম্প্রতিক ধারা অব্যাহত থাকলে, মনে করা হচ্ছে সেই রেকর্ড অচিরেই ভাঙবে 'পুষ্পা'।
তবে আপাতত পুষ্পা: দ্য রুল (Pushpa The Rule) দর্শকের মন জয় করে কিনা, অপেক্ষা সেটাই দেখার।