মুম্বই: 'তনু ওয়েডস মনু রিটার্নস'-এ তাঁর অভিনয় সকলের প্রশংসা কুড়িয়েছে। তার জন্যে গতকালই তিনি সেরা অভিনেত্রীর স্বীকৃতিও পেয়েছেন। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন যেভাবে প্রকাশ্যে চর্চার বিষয় হয়ে উঠেছে সেপ্রসঙ্গে তাঁর কী বক্তব্য। হৃত্বিকের সঙ্গে তাঁর আইনি লড়াই প্রসঙ্গে তাঁর মন্তব্য আমার সমস্ত অপমান, খারাপ ব্যবহারের মিষ্টি জবাব আমার সাফল্য।
এইমুহূর্তে হৃত্বিক-কঙ্গনার মধ্যে চলা লড়াই শুধু তাঁদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ নেই। সম্প্রতি এপ্রসঙ্গে মুখ খুলেছেন কঙ্গনার প্রাক্তন বয়ফ্রেন্ড অধ্যয়ন সুমন, তাঁর বাবা-মাও। কঙ্গনার বিষয় পরোক্ষে মুখ খোলার জন্যে অভিনেত্রীরও আরও এক প্রাক্তন বয়ফ্রেন্ড আদিত্য পাঞ্চোলির স্ত্রী ও মেয়েও বাড়ি ছেড়ে চলে গিয়েছেন বলে শোনা যাচ্ছে। এই সবকিছু নিয়েই যখন কঙ্গনাকে প্রশ্ন করা হয়, তখন তাঁর স্পষ্ট জবাব আমাকে যে কেউ পাগল বা বাজে মেয়েছেলে বলে অপমান করতেই পারেন। তাতে আমার জীবনে কিছু বদলাবে না। যে বা যাঁরা বলছেন তাঁদেরই ব্যক্তিগত রুচির প্রকাশক এই সমস্ত কথা।
বলিউড তাঁর এই সঙ্কটে পাশে নেই, এপ্রসঙ্গে কঙ্গনার জবাব, আমি মানালির এক প্রত্যন্ত গ্রাম থেকে একলা এসে লড়াই করে আজ বলিউডে এই জায়গায় পৌঁছেছি। আমার কাউকে পাশে প্রয়োজন নেই। যাঁরা থাকার তাঁরা আছেন, দাবি অভিনেত্রীর। অভিনেত্রীর মন্তব্য, প্রত্যেকের জীবনেই খারাপ সময় কেটে গিয়ে ভাল সময় আসে। তিনি জানেন তাঁর জীবনেও খুব শীঘ্রই এই দুর্দিন কেটে যাবে।
আমাকে বাজে মেয়েছেলে, পাগল বলতেই পারেন, সাফল্যই সবকিছুর মধুর জবাব:কঙ্গনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2016 08:16 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -