সবং: ভোট-পরবর্তী সন্ত্রাস রোধে ব্যর্থতার অভিযোগে অপসারিত সবং থানার ওসি ননীগোপাল দত্ত। নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত সবং থানার ওসি। বাম ও কংগ্রেস জোটের পক্ষ থেকে এই ওসির বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছিল।
এদিকে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত বাসন্তী বিধানসভা কেন্দ্রেও। সেখানে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল বাম সমর্থকের। অভিযুক্ত তৃণমূল। আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল রাতে কয়েকজন আরএসপি সমর্থকের ওপর ৮-১০ জন তৃণমূল-আশ্রিত দুষ্কৃতী লাঠি-রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বেধড়ক মারধরে মাথা ফেটে যায় মিলন হালদার নামে এক আরএসপি সমর্থকের। গুরুতর জখম অবস্থায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
নদিয়ার চাকদায় দুই সিপিএম সমর্থকের বাড়ির সামনে থেকে উদ্ধার তাজা বোমা। অভিযোগের তির তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অভিযোগ অস্বীকার শাসকদলের। চাকদার শিকারপুরে গতকাল রাতে সিপিএম সমর্থক রবি শীল ও শক্তি তরফদারের বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়। বোমাগুলিকে পুকুরে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে পুলিশ।
বেহালা পূর্ব কেন্দ্রে সেনহাটি বাজারের কাছে সিপিএম নেতার বাড়ি লক্ষ্য করে গুলি। অভিযোগ তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেনহাটি বাজারের কাছে বামাচরণ রায় রোডে গতকাল রাত দেড়টা নাগাদ সিপিএমের লোকাল কমিটির সদস্য অরিন্দম ঝা-এর বাড়ি লক্ষ্য করে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা গুলি ছোড়ে বলে অভিযোগ। রাতে পটকা ফেটেছে বলে মনে করলেও, সকালে সিপিএম নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার হয় গুলির খোল। ঘটনাস্থলে বেহালা থানার পুলিশ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ভোটের আগের দিন পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা কেন্দ্রের ১৪২ নম্বর বুথের বাইরে থেকে উদ্ধার তাজা বোমা। আজ সকালে শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি নাইলনের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তার মধ্যে থেকে উদ্ধার হয় চারটি তাজা বোমা। সেগুলি বালি-খড় দিয়ে ঢাকা অবস্থায় ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে পুকুরে ফেলে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। ভোটের আগে সন্ত্রাস সৃষ্টির চেষ্টায় বোমা মজুত করছে তৃণমূল, অভিযোগ সিপিএমের। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
ভোট-পরবর্তী সন্ত্রাসরোধে ব্যর্থ, অপসারিত সবং থানার ওসি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2016 06:05 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -