মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। একের পর এক ঘটনা যেন মোড় ঘুরিয়ে দিচ্ছে তদন্তের। আর এবার অদ্ভুত এক অভিযোগ সামনে আনলেন অ্যাম্বুল্যান্স চালক। সুশান্তের মৃত্যুর পর তিনিই যথাস্থানে পৌঁছে দিয়েছিলেন সুশান্তের দেহ।
বিশাল নামে ওই অ্যাম্বুল্যান্স চালকের অভিযোগ, প্রতিদিন প্রায় ৩০০-র বেশি ফোন আসছে তাঁর ফোনে। অচেনা নম্বর থেকে ফোন করে কখনও বলা হচ্ছে 'সুশান্তের মৃত্যুর জন্য তাঁকে ভগবান ক্ষমা করবে না'। আবার কখনও অভিনেতার মৃত্যুর জন্য সরাসরি দায়ী করা হচ্ছে তাঁকে। বলা হচ্ছে দেরি করে অ্যাম্বুল্যান্স নিয়ে আসার কারণেই এই পরিণতি। এমনকি ফোনে গালিগালাজও করা হচ্ছে বলে অভিযোগ। বাদ যাচ্ছে না বিশালের ভাই অক্ষয়ের ফোনও। তাঁদের মোট ৪টে নম্বরেই ক্রমাগত আসছে হুমকি ফোন।
সংবাদমাধ্যমকে বিশাল ও অক্ষয় বলেন, ' মুম্বইয়ের বিভিন্ন হাসপাতালেই অ্যাম্বুল্যান্স সার্ভিস করেন তাঁরা। কিন্তু সুশান্তের মৃতদেহ নিয়ে যাওয়ার পর মাসেখানেক ধরেই আসছ হুমকি ফোন। এমন অভিজ্ঞতা কোনওদিন হয়নি।'
সূত্রের খবর, পুলিশে অভিযোগ জানাবার কথা ভাবছেন বিশাল ও অক্ষয়।
সুশান্তের মৃতদেহ নিয়ে গিয়েছিলেন অ্যাম্বুল্যান্সে, ক্রমাগত 'হুমকি ফোনে' জেরবার চালক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Aug 2020 06:34 PM (IST)
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। একের পর এক ঘটনা যেন মোড় ঘুরিয়ে দিচ্ছে তদন্তের। আর এবার অদ্ভুত এক অভিযোগ সামনে আনলেন অ্যাম্বুল্যান্স চালক। সুশান্তের মৃত্যুর পর তিনিই যথাস্থানে পৌঁছে দিয়েছিলেন সুশান্তের দেহ।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -