মুম্বই: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শেষ পর্যন্ত ‘লক্ষ্মী বম্ব’ নাম থেকে ‘বম্ব’ শব্দটি বাদ দেওয়া হল। অক্ষয় কুমার অভিনীত নতুন ছবির নাম হবে শুধুই ‘লক্ষ্মী’। ছবিতে অক্ষয়ের পাশাপাশি দেখা যাবে অভিনেত্রী কিয়ারা আডবাণীকেও। অনলাইনে ছবির ট্রেলার বের হতেই তার চমকে দেওয়া মজার দৃশ্য়গুলিতে মুগ্ধ দর্শকরা। অক্ষয় কুমার রূপান্তরকামীর চরিত্র ছবিতে কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন, তা নিয়ে কৌতূহল বাড়ছে দর্শকদের।
ইতিমধ্যেই অভিযোগ ওঠে, দেবী লক্ষ্মীর সঙ্গে বম্ব শব্দটি জুড়ে হিন্দু ভাবাবেগকে অসম্মান করা হয়েছে। বৃহস্পতিবার রাঘব লরেন্স পরিচালিত ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য গেলে তার স্ক্রিনিং হয়। ছবির নির্মাতারা তারপর বৈঠক করেন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) –এর সঙ্গে। দর্শকদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে সাবিনা খান, তুষার কপূর ও অক্ষয় কুমার-ছবির প্রডিউসাররা তার নাম বদলের সিদ্ধান্ত নেন। হরর-কমেডি ছবিটি ২০১১-র তামিল ছবি ‘কাঞ্চনা’র রিমেক। সেটিও লরেন্সেরই পরিচালিত। ‘লক্ষ্মী’ দিয়ে হিন্দি ছবির পরিচালনায় হাতেখড়ি হল তাঁর। ৯ নভেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে ডিজনি হটস্টারে।
ছবিটি মুক্তির আগেই তা নিয়ে সরব হন ’শক্তিমান‘ খ্যাত অভিনেতা মুকেশ খান্না। কপিল শর্মার টেলিভিশন শো-তে তিনি সরব হয়েছেন, ইনস্টাগ্রাম অ্যকাউন্টে দীর্ঘ পোস্টও দিয়েছেন। তাঁর বক্তব্য, কোনও ছবির নাম কেন ’লক্ষ্মী বম্ব‘ রাখা হবে? এভাবে কেন হিন্দু ধর্মকে টার্গেট করা হবে?
ইনস্টাগ্রামে মুকেশ লিখেছেন, ’লক্ষ্মী বম্ব‘ নামের কোনও ছবি কি মুক্তি পাওয়া উচিত? গোটা দেশ এ নিয়ে কথা বলছে। কেউ কেউ তো ছবিটি নিষিদ্ধ ঘোষণা করার পক্ষে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে বলব, কোনও ছবি নিষিদ্ধ ঘোষণা করা উচিত নয়, কারণ ছবিটি কেউ দেখেনি। এখনও পর্যন্ত মানুষ শুধু ট্রেলর দেখেছেন। কিন্তু ছবিটির নামকরণ নিয়ে সরব মুকেশের প্রশ্ন, কোনও ছবির নাম ’আল্লা বম্ব‘ বা ’বদমাশ জেসাস‘ রাখা হচ্ছে, এমনটা কি ভাবা যায়? ‘বম্ব’-এর আগে ‘লক্ষ্মী’ শব্দটি জোড়া হয়েছে নিছক মজার জন্য। আসলে বাণিজ্যিক লাভ পেতে এমনটা করা হয়। এটা কখনও করতে দেওয়া উচিত নয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বাদ ‘বম্ব’, অক্ষয়ের ছবির নাম ‘লক্ষ্মী’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Oct 2020 07:50 PM (IST)
বৃহস্পতিবার রাঘব লরেন্স পরিচালিত ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য গেলে তার স্ক্রিনিং হয়। ছবির নির্মাতারা তারপর বৈঠক করেন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) –এর সঙ্গে। দর্শকদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে সাবিনা খান, তুষার কপূর ও অক্ষয় কুমার-ছবির প্রডিউসাররা তার নাম বদলের সিদ্ধান্ত নেন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -