'তারকা-সন্তানদেরই ছবিতে কাজ দেন'... সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে কর্ণ জোহর শিবিরের বিরুদ্ধে আক্রমণ শাণিয়ে চলেছেন নেটিজেনদের বড় অংশ। হাজারে হাজারে মানুষ আনফলো করে চলেছেন কর্ণ, আলিয়াদের। অন্যদিকে মৃত্যুর পরও বাড়ছে সুশান্তের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফলোয়ারের সংখ্যা।
এবার ঝোড়ো আক্রমণের মুখে কর্ণও সোশ্যাল মিডিয়ায় আনফলো করে ফেললেন একসঙ্গে অনেককে। এখন তিনি ট্যুইটারে ফলো করছেন মাত্র ৮ জনকে। সেই তালিকায় আছেন অক্ষয় কুমার, শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ফিল্মি দুনিয়ার অনেককেই আনফলো করে দিয়েছেন কর্ণ। আর তিনি ফলো করছেন তাঁর নিজের প্রোডাকশন হাউস ধর্মা প্রোডাকশনের অ্যাকাউন্টও।
সুশান্তের মৃত্যুর পর থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রি ও নেটিজেনদের বড় একটা অংশ কর্ণ, সলমন প্রমুখের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ আনেন। তাঁদের দাবি, তারকা-সন্তানদের কাজ দিতে গিয়ে সুশান্তের মতো প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে অবিচার করেন তাঁরা।
এর আগে 'কফি উইথ করণ'- শো-এ আলিয়া ভট্টও সুশান্তের সম্পর্কে যে মন্তব্য করেন, তা নিয়েও রোষ উগরে দিয়েছেন সুশান্ত ভক্তরা।
সুশান্ত কোনও ফিল্ম-পরিবার থেকে আসেননি। মধ্যবিত্ত পরিবারের মেধাবী পড়ুয়া অভিনয়ের স্বপ্ন নিয়েই ইঞ্জিনিয়ারিং পড়া ছাড়েন। টেলিভিশন ধারাবাহিক, রিয়্যালিটি শো এর পর সিনেমা জগতেও নিজ গুণে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এমন এক অভিনেতার অকাল মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই।
'ফিল্ম দুনিয়ায় যথেষ্ট মানসিক চাপে ছিলেন তিনি', এমনটাই দাবি করেছেন সুশান্তের বাবাও। সিনেমাজগতের অনেকেও কর্ণ জোহরদের ছেড়ে কথা বলেননি। সুশান্তের মৃত্যুতে বলিউডের একদলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলিছেন পরিচালক শেখর কপূরও।
স্বজনপোষণের অভিযোগে তিরবিদ্ধ কর্ণ, ট্যুইটারে আনফলো করলেন অনেককে, রইলেন কোন ৮?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jun 2020 07:11 PM (IST)
এবার ঝোড়ো আক্রমণের মুখে কর্ণও সোশ্যাল মিডিয়ায় আনফলো করে ফেললেন একসঙ্গে অনেককে। এখন তিনি ট্যুইটারে ফলো করছেন মাত্র ৮ জনকে। সেই তালিকায় আছেন ...
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -