নতুন দিল্লি: ছবি মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল আগেই। আর এবার আরও কড়া পদক্ষেপ নেওয়া হল পাকিস্তানি অভিনেতা ফাহাদ খানের (Fawad Khan) বিরুদ্ধে। তাঁর অভিনীত হিন্দি ছবি ‘আবির গুলাল’-এর দুটি গান ইউটিউবে থেকে সরিয়ে দেওয়া হল। ফাহাদের কামব্যাক ছবিটিতে বাণী কাপূরও অভিনয় করেছেন। পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুর পর ছবিটি বিতর্কের মুখে পড়েছে। ছবির প্রথম গান ‘খুদায়া ইশক’। এটি একটি রোম্যান্টিক গান। এটি অরিজিৎ সিংহ (Arijit Singh) এবং শিল্পা রাও গেয়েছেন। ১৪ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায় এই গানটি। কিন্তু বিতর্কের জেরে ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে। সেটি আর দেখা যাচ্ছে না।

দ্বিতীয় গান ‘আংরেজি রংরাসিয়া’। গায়ক-সুরকার অমিত ত্রিবেদীর থেকে অনুপ্রাণিত এই গানটি ১৮ এপ্রিল মুক্তি পায়। এই গানটিও ইউটিউবে এখন আর পাওয়া যাচ্ছে না। যদিও অন্যান্য ব্যবহারকারীদের দ্বারা শেয়ার করা গানের ছোট ছোট ক্লিপ এখনও প্ল্যাটফর্মে রয়েছে। ‘আবির গুলাল’ ছবিটি এ রিচার লেন্স এন্টারটেইনমেন্ট, ইন্ডিয়ান স্টোরিজ প্রোডাকশন এবং আরজে পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত। বিবেক বি আগ্রওয়াল, অবন্তিকা হরি এবং রাকেশ সিপ্পী ছবিটির প্রযোজক হিসেবে রয়েছেন। যদিও এই গান ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে ছবির প্রযোজক এবং সারেগামার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার, সরকারের সূত্রে জানানো হয়েছে যে ছবিটি থিয়েটারে মুক্তি পাবে না। ভারতীয় সিনেমা হলে ৯ মে মুক্তির কথা ছিল 'আবির গুলাল'। কিন্তু কাশ্মীর হামলার পরে, পরিবর্তিত পরিস্থিতি এই ছবি ভারতে আর মুক্তি পাবে না এমনটাই জানা যাচ্ছে। বুধবার, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার নির্দেশ পুনরায় জারি করেছে।

FWICE একটি বিবৃতিতে বলা হয়েছে, "পেহেলগাঁওতে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে, FWICE পুনরায় সকল পাকিস্তানি শিল্পী, গায়ক এবং টেকনিশিয়ানদের উপর যে কোনো ভারতীয় চলচ্চিত্র বা বিনোদন প্রকল্পে অংশগ্রহণের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হচ্ছে। এতে বিশ্বের যেকোনো জায়গায় পারফরম্যান্স বা সহযোগিতা অন্তর্ভুক্ত।" শিল্প শ্রমিকদের ইউনিয়ন, যা ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার পর একই ধরণের নির্দেশ জারি করেছিল, এছাড়াও পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সতর্কতা জারি করেছে।

ফওয়াদ শেষবার হিন্দি ছবি হিসেবে ২০০৬ সালের ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেছিলেন। সেই অভিনয়ের পর উরি সন্ত্রাসবাদী হামলার পরেও সমস্যায় পড়েছিলেন। বুধবার রাতে তার ইনস্টাগ্রাম স্টোরিতে পেহলগাঁও হামলার নিন্দা করেছেন। তিনি লিখেছেন, "পাহালগামে ঘৃণ্য হামলার খবর শুনে গভীরভাবে দুঃখিত। আমাদের চিন্তা ও প্রার্থনা এই ভয়াবহ ঘটনার শিকারদের সাথে, এবং আমরা এই কঠিন সময়ে তাদের পরিবারের জন্য শক্তি ও সুস্থতার জন্য প্রার্থনা করছি।" ‘জিন্দেগি গুলজার হায়’ তারকা লিখেছেন। লন্ডনে শুটিং করা এই ছবিতে লিসা হেডন, রিদ্ধি দোগরা, ফারিদা জালাল, সোনি রাজদান এবং পরমিত সেঠি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।