মুম্বই: বেশ কিছুদিন ধরেই বলিউডের দুই তারকা টাইগার শ্রফ (Tiger Shroff) ও দিশা পাটানির (Disha Patani) ব্রেকআপ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সম্পর্ক কিংবা ব্রেকআপ নিয়ে দুই তারকা মুখ না খুললেও, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, চলতি বছরের শুরুর দিকেই সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা। প্রেমের সম্পর্ক শেষ হয়ে গেলেও তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক যে এখনও অটুট রয়েছে, তা বারবার দেখা গিয়েছে। আর এবার ব্রেকআপের গুঞ্জনের মাঝেই টাইগারের ভিডিওতে কমেন্ট করলেন দিশা।
টাইগারের ভিডিওতে কমেন্ট দিশার-
বেশ কিছু বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। প্রকাশ্যে কোনওদিনই তাঁরা সম্পর্কের কথা জানাননি। কিন্তু নানা সময়ে নানা জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। টাইগারের পরিবারের সঙ্গেও দিশার সম্পর্ক অত্যন্ত মধুর। কিন্তু কিছুদিন আগেই শোনা যায়, টাইগার ও দিশার সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, দিশা পাটানি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাইছিলেন। কিন্তু এখনই নতুন জীবন শুরু করতে আগ্রহী নন টাইগার। আর সেই কারণেই সম্পর্ক ছেদ হয়েছে তাঁদের। সম্প্রতি টাইগার শ্রফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। আর তাতেই এবার কমেন্ট করতে দেখা গেল দিশাকে। টাইগারের ট্রেনিংয়ের ভিডিওতে দিশা কমেন্টে লেখেন, 'আমিও এটা করতে চাই'। স্বাভাবিকভাবেই দিশার এই কমেন্ট অনুরাগীদের মধ্যে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। দুই তারকার মধ্যে সম্পর্ক রয়েছে নাকি শুধুই বন্ধুত্ব?
আরও পড়ুন - Bigg Boss 16: এই তারিখ থেকে শুরু হবে 'বিগ বস ১৬'
প্রসঙ্গত, প্রেমের সম্পর্ক শেষ হয়েছে কিনা, তা টাইগার শ্রফ এবং দিশা পাটানিই জানেন। সময় উত্তর দেবে। কিন্তু দুই তারকা তাঁদের বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন। টাইগার শ্রফকে দেখা যায় দিশা পাটানির 'এক ভিলেন রিটার্নস'-এর প্রচারে। আবার টাইগারের 'স্ক্রু ঢিলা' ছবির পোস্টার শেয়ার করেন দিশা।
অন্যদিকে, টাইগার ও দিশার ব্রেকআপ নিয়ে মুখ খোলেন জ্যাকি শ্রফ। সাফ জানিয়ে দেন যে, দুই তারকার মধ্যে বন্ধুত্ব একইরকম রয়েছে। টাইগার ও দিশা একে অপরের সঙ্গে সময়ও কাটাচ্ছেন। এর পাশাপাশি মজা করে জ্যাকি শ্রফ বলেন যে, তিনি তাঁর ছেলের প্রেমজীবনের দিকে নজর রাখেননি। টাইগার শ্রফকে শীঘ্রই দেখা যাবে 'গণপত', 'স্ক্রু ঢিলা', 'বড়ে মিঞা ছোটে মিঞা' ও আরও বেশ কিছু ছবিতে। দিশা পাটানিকে সদ্যই দেখা গিয়েছে 'এক ভিলেন রিটার্নস' ছবিতে। তাঁর হাতেও রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ।