সোনালি ক্যানসারে আক্রান্ত, নিউ ইয়র্কে চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসার কারণেই তাঁর মাথা কামাতে হয়েছে। এবার পরচুল পরা ছবি পোস্ট করে সরফারোশ-এর নায়িকা লিখেছেন, ভ্যানিটি ইজ মাই ফেভারিট সিন। কে চায়, তাকে সুন্দর না দেখাক? আমাদের যেমন দেখায় তার মানসিক প্রভাব আমাদের ওপর পড়ে। যে হেয়ার স্টাইলিস্ট তাঁকে এই নযা লুক দিয়েছেন, তাঁর সঙ্গে সোনালির আলাপ করান প্রিয়ঙ্কা চোপড়া। এই পোস্টে সোনালি প্রিয়ঙ্কাকে ধন্যবাদ জানিয়েছেন।
দেখুন সোনালির শেয়ার করা আরও কিছু ছবি।