কলকাতা: কিছুদিন আগেই কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে মৃত্য়ুর হুমকি পেয়েছিলেন সলমান খান। এরপর ব্যক্তিগত সুরক্ষার জন্য নিজের কাছে বন্দুক রাখার লাইসেন্স পেয়েছিলেন সলমন খান। এই ঘটনার পর পরই মুম্বই পুলিশের কাছে 'আর্মস লাইসেন্স' এর জন্য আবেদন জানিয়েছিলেন সলমন। মুম্বই পুলিশ তার আবেদন মঞ্জুর করেছিল প্রায় সঙ্গে সঙ্গে। আর এবার নিজের সুরক্ষার স্বার্থে একটি বুলেটপ্রুথ নিসান প্যাট্রোল এসইউভি কিনলেন অভিনেতা। এই গাড়িটিতে রয়েছে B6 বা B7 স্তরের সুরক্ষা। ৪১ মিমি পুরু কাচে উচ্চ-ক্ষমতাসম্পন্ন রাইফেলের গুলির থেকেও সুরক্ষা দিতে সক্ষম। উল্লেখ্য়, এই গাড়িটি ভারতের বাজারে এইমুহূর্তে নেই। এটিকে বিদেশ থেকে আনিয়েছেন ভাইজান।
আরও পড়ুন...
কোন ছবির জন্য় ১০০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করলেন জুনিয়র এনটিআর?
গতবছর, গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের সহযোগী গোল্ডি ব্রারের কাছ থেকে হুমকিমূলক চিঠি পান সমলান। ইমেলটি সলমানের ব্যক্তিগত সহকারী জর্ডি প্যাটেলের কাছে পাঠানো হয়েছিল তার কয়েকদিন পরে গ্যাংস্টার দাবি করেছিলেন যে তার জীবনের লক্ষ্য ছিল "সালমান খানকে হত্যা করা"। সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু প্রশান্ত গুঞ্জালকার দাবি করেছিলেন যে তিনি অভিনেতার বান্দ্রার অফিসে গিয়ে জর্ডি প্যাটেলের ইনবক্সে হুমকিমূলক ইমেলটি দেখেছিলেন এবং তিনি বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। বিবৃতিতে গুঞ্জলকার ড. “আমি নিয়মিত সালমানের বাড়ি ও অফিসে যাই। আমি তার অফিসে ছিলাম যখন আমি প্যাটেলের ইনবক্সে হুমকি মেইলটি দেখি। হুমকি মেইলে বলা হয়েছিল, গোল্ডি ভাই (গোল্ডি ব্রার) কো বাত ক্রনি হ্যায় তেরে বস সালমান সে। সাক্ষাৎকার (লরেন্স বিষ্ণোই) দেখ হি লিয়া হোগা উসনে ছায়াদ নি দেখা হো তো বল দিয়ো দেখ লেগা। ম্যাটার ক্লোজ ক্রনা হ্যায় তো বাত ক্রভা দিও, ফেস টু ফেস ক্রনা হো ভো বিটিএ ডিও। আবি টাইম রেহতে ইনফর্ম ক্রিয়া হ্যায় আগলি বার ঝটকা হি দেখানে কো মিলেগা।” বিষ্ণোই, তার সহযোগী গোল্ডি ব্রার এবং মেল প্রেরক রোহিত গর্গের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছিল পুলিশ। প্রসঙ্গত জানাযায়, লরেন্স বিষ্ণোই এবং তার সহযোগীরা সলমান খানের পিছনে ছিলেন, যখন থেকে অভিনেতা কৃষ্ণসার শিকারের মামলায় জড়িয়ে পড়েছিলেন।
প্রসঙ্গত, সলমান খানের আসন্ন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' দর্শকের কৌতুহল বাড়ছে। একাধিক পোস্টারের পর এবার প্রকাশ্য়ে আসছে চলেছে ছবির ট্রেলার। বলিউড সূত্রে খবর অনুযায়ী, আগামী ১০ই এপ্রিল প্রকাশ্য়ে আসতে চলেছেন এই ছবির ট্রেলার।