নিউইয়র্ক: নিজের ‘রিলেশনশিপ স্টেটাস’ নিয়ে হয়ত স্পিকটি নট বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু, জনসমক্ষে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে তাঁর রসায়ন অন্য কথাই বলে। জোর জল্পনা, দুজনেই এই সম্পর্ক নিয়ে যথেষ্ট সিরিয়াস। ঘনিষ্ঠ মহলের খবর, তাঁর সঙ্গে থাকার জন্য প্রিয়ঙ্কাকে ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছেন নিক।
গতকাল, মহিলা দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রিয়ঙ্কা চোপড়া বিয়ে-সন্তানাদি সহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খুল্লমখুল্লা মুখ খোলেন। স্বীকার করেন, বিয়ে নিয়ে মা মধূ চোপড়ার সঙ্গে তাঁর কথা হচ্ছে।
অভিনেত্রী বলেন, আমার মা আমাকে বলেছেন, তুমি সেদিনই বিয়ে করবে, যেদিন তুমি এমন কাউকে পাবে যে তোমার এই উঠে আসার নেপথ্যে কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেবে।
৩৫ বছরের অভিনেত্রী অতীতে জানিয়েছিলেন, তাঁর ইচ্ছে, অনেক সন্তানের মা হওয়ার। যদিও, একইসঙ্গে মনে করিয়ে দেন, সেজন্য এখনই বিয়ে করার কোনও ইচ্ছে নেই তাঁর। আর সন্তানের জন্য তো বিজ্ঞান রয়েছেই।
প্রিয়ঙ্কা ও নিকের এই সম্পর্ক নিয়ে সরগরম বলিউড থেকে হলিউড। দুজনই একে অপরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের প্রেম-ইঙ্গিতবাহী মন্তব্য পোস্ট করছেন। তাছাড়া, চলতি মাসের গোড়ায় নিকের আত্মীয়র বিয়েতেও দেখা গিয়েছে প্রিয়ঙ্কাকে।