লস অ্যাঞ্জেলস: উদ্বাস্তু শিশুদের হয়ে জোরালো সওয়াল করলেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। জানান, হিংসা ও স্থানান্তরের ফলে শিশুদের একটা আস্ত প্রজন্মকে বিশ্ব খোয়াতে পারে না।
গতকাল ছিল বিশ্ব উদ্বাস্তু দিবস। এই উপলক্ষ্যে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর ৩৫ বছরের প্রিয়ঙ্কা সেই সব শিশুর সমর্থনে এগিয়ে আসেন, যারা ঘর ছাড়তে বাধ্য হয়েছে।
প্রিয়ঙ্কার বার্তা ইউনিসেফ তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে। সেখানে অভিনেত্রী জানান, শুধু ন্যূনতম অধিকারই নয়, ওই শিশুদের থেকে আশা ও স্বপ্নও কেড়ে নেওয়া হয়েছে।
ভিডিও বার্তায় প্রিয়ঙ্কা বলেন, ২.২ কোটির বেশি শিশুর বয়স ১৮-র নীচে। তারা (উদ্বাস্তু শিশু) যে শুধু পরিবারের সদস্য, বন্ধু, পরিচিত ও ভালবাসার মানুষজনকে হারিয়েছে তাই নয়। একইসঙ্গে তারা সবচেয়ে প্রাথমিক অধিকারও হারিয়েছে, যা প্রত্যেক শিশু পেয়ে থাকে।
প্রিয়ঙ্কা বলেন, আমরা কোনওভাবেই শিশুদের একটি প্রজন্মকে হারিয়ে ফেলতে পারি না। এদের গোটা জীবনটাই হিংসা, স্থানান্তর ও অপর্যাপ্ত সুযোগের জাঁতাকলে আটকে রয়েছে। বিশ্বের উচিত এদের খেয়াল রাখা। আমাদের উচিত এদের খেয়াল রাখা।