চেন্নাই: জিএসটি ও ডিজিটাল ইন্ডিয়ার সমালোচনা করে বিজেপির কোপে পড়েছে বিগ বাজেট তামিল ছবি মেরসাল। তামিলনাড়ু বিজেপি দাবি করেছে, জিএসটি ও ডিজিটাল ইন্ডিয়ার প্রসঙ্গ ওঠা লাইনগুলি ফেলে দিতে হবে। এর মধ্যেই টুইটারে ছবিটির প্রশংসা করলেন তামিল সুপারস্টার রজনীকান্ত।


রজনী বলেছেন, মেরসালে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

যদিও কোনও নির্দিষ্ট বিষয়ের কথা তিনি উল্লেখ করেননি।

দেখুন তাঁর টুইট



এর আগে আর এক তামিল সুপারস্টার কমল হাসান মেরসালের পক্ষে মুখ খোলেন।



তবে হইচই যতই হোক, বিতর্কের হাওয়ায় ভর করে মেরসালের নৌকা বক্স অফিসে তরতরিয়ে চলছে। মাত্র তিনদিনেই গোটা বিশ্বে ১০০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। মনে করা হচ্ছে, এই সপ্তাহেই তা পৌঁছে যাবে ২০০ কোটির ক্লাবে।