কলকাতা: তবে কি প্রেমের জল্পনায় সিলমোহর? রাঘব চড্ডা (Raghav Chaddha)-র শহরে পা রাখলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। তাঁকে বিমানবন্দর থেকে নিতে এসেছিলেন খোদ আপ নেতাই। তাঁর গাড়িতেই উঠে যান পরিণীতি। তবে খুব তাড়াতাড়ি বিমানবন্দর ছাড়েন তাঁরা। কোনও প্রশ্ন করার সুযোগই দেননি তাঁরা। শুরু থেকেই এই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তাঁরা।
সম্প্রতি মুম্বইতে পাপারাৎজিদের মুখোমুখি হয়েছিলেন পরিণীতি। প্রথম প্রশ্নই আসে রাঘবকে নিয়ে। সমস্ত প্রশ্নের উত্তরে স্মিত হাসি খেলে যায় পরিণীতি মুখে। তাতে যে ঠিক কী ছিল.. সম্মতি, লজ্জা নাকি দুইই তা কেবল জানেন পরিণীতিই। তবে এই মৌনতাকেই সম্মতি বলে ধরে নিয়েছেন অনুরাগীরা। শেষে গাড়িতে ওঠার আগে পরিণীতি বলেন.. 'হুমম... থ্যাঙ্ক ইউ... বাই..'। এই শব্দগুলি বলার মধ্যে তাঁর হাসিতে যেন খেলে গেল দুষ্টুমি। তবে.. তাঁর ছবির কথা ধরেই বলতে হয়.. 'হাসি তো ফাঁসি'।
তবে রাঘবের সঙ্গে কোনও ছবি সমাজমাধ্যমে শেয়ার না করলেও পরিণীতি ভাগ করে নিয়েছেন দিল্লির মোমো খেয়ে তাঁর মুগ্ধতার ছবি। সেখানে তাঁর সঙ্গী ছিলেন অন্যান্যরা। হঠাৎ পরিণীতির এই দিল্লি সফরের কারণ অজানা বটে, কিন্তু অন্যতম কারণ কী রাঘব নিজেই নন? যখন তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন বলিউড জুড়ে, তখন পরিণীতির এই দিল্লি সফরকে অর্থবহ বলতেই হয়।
তবে এই জল্পনা আরও এক রাজনৈতিক ব্যক্তিত্বের ট্যুইট। সম্প্রতি সঞ্জীব অরোরা রাঘব ও পরিণীতির ছবি একসঙ্গে ট্যুইট করে লেখেন, 'রাঘব ও পরিণীতিকে অনেক শুভেচ্ছা। ওদের মিলন যেন প্রেমের প্রাচুর্য্যে, আনন্দে ও একে অপরের সঙ্গতে ভরে ওঠে। আমার শুভেচ্ছা।' এই ট্যুইটটি কয়েক গুণ জল্পনা বাড়িয়েছে তাঁদের সম্পর্কের। শোনা যাচ্ছে, স্বরা ভাস্বরের পরে খুব তাড়াতাড়িই সাত পাকে বাঁধা পড়বেন আরও এক রাজনীতি ও বিনোদন দুনিয়ার মানুষ।
আরও পড়ুন: Nawazuddin Siddiqui: আলিয়ার ওপর থেকে মানহানির মামলা তুলে নিতে পারেন নওয়াজ, সন্তানের দায়িত্ব কার?