কলকাতা: কয়েক মাসের জন্য নিজের ঠিকানা বদলেছিলেন আমির খান (Amir Khan).. মায়ানগরী ছেড়ে আপাতত চেন্নাইতে মায়ের সঙ্গে থাকছিলেন অভিনেতা। আর সেখানেই, ঘূর্ণিঝড় মিগজ়াউনের প্রভাবে বিপদে 'থ্রি ইডিয়েটস' অভিনেতা! নৌকা করে জলমগ্ন এলাকা থেকে, সাধারণ মানুষদের সঙ্গেই নিরাপদ স্থানে পৌঁছলেন তিনি। সামাজিক মাধ্যমের পাতায় এখন ভাইরাল সেই ছবি ও ভিডিও। 


সম্প্রতি আমির খান জানিয়েছিলেন, তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। আর তারপরে, চেন্নাইতেই সময় কাটাচ্ছেন আমির, তাঁর মায়ের সঙ্গে। তবে, গতকালই অন্ধ্রের মছলিপত্তনমের কাছে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung)। সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ল্যান্ডফল (Landfall)। প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুতে ৮ জনের মৃত্যু। চেন্নাইয়ে ১২ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। জলমগ্ন একাধিক এলাকা। আর সেই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার আমির খানও। 


আমির খানকে যে নৌকা করে জলমগ্ন এলাকা থেকে উদ্ধার করে আনা হয়, সেই নৌকাতেই ছিলেন তামিল তারকা বিষ্ণু বিশাল। তিনিই ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে যা এখন ভাইরাল। সাধারণ মানুষজনের সঙ্গেই নৌকায় চেপে নিরাপদ স্থানে আসেন আমির। তাঁর পরনে ছিল সাদা শর্ট কুর্তা, সঙ্গে একটি ব্যাগ। অন্যদিকে তামিল তারকা বিষ্ণু বিশাল ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনকে। তিনি আরও জানিয়েছেন, তিনি ৩টি বোট দেখতে পেয়েছেন যাঁরা জোরকদমে উদ্ধারকার্য চালাচ্ছে।


বিপর্যস্ত করে দিয়েছিল রবিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি। মঙ্গলের দুপুরে মড়ার ওপর খাঁড়ার ঘা দিল মিগজাউম। অন্ধ্রপ্রদেশের (Andra Pradesh) নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝে বাপাটলা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ল্যান্ডফল করল মিগজাউম। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই টানা বৃষ্টিতে জলমগ্ন অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু (Tamilnadu), পুদুচেরির বিস্তীর্ণ এলাকা।


অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গার পাশাপাশি, বৃষ্টি ও ঝড়ের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তামিলনাড়ুর বেশ কিছু জেলা। চেন্নাইয়ে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। কোট্টুরপুরম, মুথিয়ালপেট, তাম্বারম, অশোকনগর, কাট্টুপক্কম, পেরুনগুড়ির মতো শহরের বেশির ভাগ এলাকা কয়েক ফুট জলের তলায়। বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন এলাকা। 


 






আরও পড়ুন: Mamata Banerjee : 'বাংলায় এসে সিনেমা করুন, কী নেই এখানে' ফিল্ম ফেস্টিভ্যালের আহ্বান মুখ্যমন্ত্রীর, সলমনের পাল্টা বার্তা