কলকাতা: ১৯৯৩ সাল থেকে শুরু হয়েছিল যশরাজ ফিল্মসের সঙ্গে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর জুটিতে কাজ। প্রথম ছবির নাম ছিল, 'ডর' (Darr)। সেই ছবিতে শাহরুখ ছাড়াও ছিলেন জুহি চাওলা (Juhi Chawla) ও সানি দেওল (Sunny Deol)। তার পরের ম্যাজিকের কথা জানেন সবাই। কিন্তু জানেন কি, শাহরুখ খান অভিনীত 'রাহুল'-এর চরিত্রের অফার প্রথমে গিয়েছিল আমির খান (Amir Khan)-এর কাছে। কিন্তু কেন সেই ছবিতে কাস্ট হয়নি আমিরকে? এমন কী দাবি ছিল তাঁর?


সদ্য একটি সাক্ষাৎকারে আমির খান বলেছিলেন, তাঁর নিয়ম ছিল, কোনও ছবিতে যদি দুজন নায়ক থাকেন, তাহলে ২জনকে একসঙ্গে দুজনকে একসঙ্গে চিত্রনাট্য শোনাতে হবে। আমির বিশ্বাস করতেন, এতে দুই অভিনেতারই অভিনয়ে সুবিধা হয়। দুজনের মধ্যে বোঝাপড়াও ভাল থাকে। কিন্তু সেই সময়ে দুই অভিনেতাকে একসঙ্গে চিত্রনাট্য দেওয়ার মতো পরিস্থিতি ছিল না নির্মাতাদের। সেই কারণেই আমির খান কাজটি ছেড়ে দেন। এরপরে সেই অফার এসে পৌঁছয় শাহরুখের কাছে। আমির খান জানিয়েছিলেন, তাঁর কাছে রাহুলের চরিত্রটির অফার এসেছিল। 


আমির খান অবশ্য যশরাজ ফিল্মের যথেষ্ট প্রশংসা করেছিলেন। সেই সাক্ষাৎকারে আমির জানিয়েছিলেন, তিনি যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন। আর সেই কারণেই, রাহুল-এর চরিত্র আমিরের কাছে আসার ফলে তিনি উচ্ছ্বসিতই হয়েছিলেন। কিন্তু সেই সময়ে সানি দেওলের অভিনয় করার কথা ছিল না এই চরিত্রে। তাই সেই সময়ে একসঙ্গে চিত্রনাট্য শোনানোর মতো পরিস্থিতি ছিল না। আমির খান এই সাক্ষাৎকারে আরও জানিয়েছিলেন, 'আন্দাজ় আপনা আপনা' (Andaz Apna Apna) ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন আমির খান ও সলমন খান। সেই ছবির চিত্রনাট্যও সলমনের সঙ্গে মিলেই শুনেছিলেন আমির। এতে তাঁদের কাজের সুবিধা হয়েছিল। তবে সেটা হয়নি 'ডর'-এর ক্ষেত্রে। 


'ডর' -এ নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। তাঁর তুখোড় অভিনয়ই তাঁকে আলাদা করে চিনেছিল ইন্ডাস্ট্রি। যে শাহরুখ পরবর্তীতে পরিচিত হয়েছিলেন রোম্যান্টিক হিরো হিসেবেই, তাঁর কেরিয়ারের শুরুটা হয়েছিল নেতিবাচক চরিত্রে অভিনয় করেই। আর 'ডর' শাহরুখের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ছিল। 


আরও পড়ুন: Priyanka Chopra: মুখ ভর্তি রক্ত, পুড়ে গিয়েছে ত্বক! কেন এমন অবস্থা প্রিয়ঙ্কা চোপড়ার?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।