কলকাতা: এক মঞ্চে দুই কুমার। সুরের মঞ্চে একসঙ্গে গলা মেলালেন কুমার শানু (Kumar Shanu) আর অমিত কুমার (Amit Kumar)। কিশোর কুমার স্পেশাল এপিসোডে একসঙ্গে গান গাইলেন সঙ্গীত জগতের দুই মহারথী। 


সুপার সিঙ্গারের মঞ্চে এসে উচ্ছসিত অমিত কুমার। বললেন, 'আমি আজ থেকে আট বছর আগে এখানে "ফিরে আসার গান" অনুষ্ঠানটি করেছিলাম। সেই সূত্র ধরেই এই চ্যানেলের সঙ্গে আমার বিশেষ স্মৃতি রয়েছে। এবার সুপার সিঙ্গারের মঞ্চে এসে ভীষণ ভালো লাগছে। এই মঞ্চে যাঁরা বিচারক রয়েছেন, কুমার শানু, কৌশিকী চক্রবর্তী ও সোনু নিগম, প্রত্যেকেই সঙ্গীত জগতের বড় নাম। আর যেহেতু এই গোটা পর্বটা আমার বাবা শ্রী কিশোরে কুমারের উপর, তাই আমি আরও বেশি আনন্দিত এবং অভিভূত। একটা কথা উল্লেখ করতেই হয় যে, এই গানের জগতে শেষ ৫৫ বছরে আমার অভিজ্ঞতার কথা যে সবাই শুনছেন, তাতে আমি অভিভূত। সুপার সিঙ্গার-এর সমস্ত প্রতিযোগী যথেষ্ট প্রতিভাবান আর পরিশ্রমী। সব সময়ে নতুন কিছু শেখার চেষ্টা করে সবাই। আর এদের সকলের নিজস্ব একটা ধরন আছে আর সেই ভাবেই তারা গানটা গাইছে । কাউকে নকল বা কাউকে অনুসরণ করার চেষ্টা করছে না।'


Prosenjit Chatterjee Exclusive: হিসেব বা সময়ের ভুলে বম্বের সুপারহিট ছবি ছাড়তে হয়েছে, আফশোস হয়নি: প্রসেনজিৎ


অমিত কুমারের সঙ্গে মঞ্চ ভাগ করে উচ্ছসিত কুমার শানুও। বললেন, 'আজও কিশোরদাকে আমি অনুসরণ করি। ওনাকে আমার আইডল বলে মনে করি। আর তাঁর ছেলে আমার শত্রু কখনোই হতে পারে না। আমি কেবল ওনাকে ভালোবাসি তা নয়, আমার কিশোরদার ছেলের সঙ্গে দেখা হয়েই বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এটাই তো স্বাভাবিক। পরবর্তীকালে আমার সঙ্গে অমিত কুমারের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। এই চ্যানেল আমায় অমিত কুমারের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার সুযোগ করে দিল। ওনার সঙ্গে এক মঞ্চে অনুষ্ঠান করে আমার ভীষণ ভালো লেগেছে।'


'সুপার সিঙ্গার'-এর মঞ্চে এর আগেও বিভিন্ন অনুষ্ঠান বা বিশেষ দিন উদযাপন করা হয়েছে। কেবল বিচারকেরা নন, সঞ্চালক যীশু সেনগুপ্তও মাতিয়ে রাখেন অনুষ্ঠানকে।