কলকাতা: 'জলসা'-র অন্দরে যে বনিবনা নেই... এই খবর ঘুরছে হাওয়ায়। শোনা যাচ্ছে, বিভিন্ন সমস্যার কারণেই নাকি শ্বশুরবাড়ি ছেড়ে নিজের মায়ের সঙ্গে থাকছেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwariya Rai Bacchan)। আর এবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। সম্প্রতি মেয়ে শ্বেতাকে নিজের বাংলো ‘প্রতীক্ষা’ লিখে দিয়েছিলেন অমিতাভ। আর ছেলে অভিষেক বচ্চনকে (Abhishek Bacchan) কী দিলেন তিনি?
অমিতাভ বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ ৩০০০ কোটিরও বেশি। সম্প্রতি একটি টক শো-তে অমিতাভ নিজের মুখেই স্বীকার করেছিলেন, সম্পত্তি দেওয়ার সময় ছেলে ও মেয়ের মধ্যে তিনি কোনোরকম বিভেদ করতে চান না। শ্বেতা ও অভিষেককে সমানভাবেই সম্পত্তি ভাগ করে দিতে চান তিনি। সেই মতো, অমিতাভের সম্পত্তি থেকে শ্বেতার ভাগে পড়ে আনুমানিক ১৬০০ কোটির সম্পত্তি। অভিষেক বচ্চনের সম্পত্তি ছিল ২৮০ কোটি। সম্পত্তি ভাগ বাঁটোয়ারার পরে তা বেড়ে দাঁড়ায় ১৮৬০ কোটি। অন্যদিকে, জুহুর বাংলো উপহারে পাওয়ার পরে, শ্বেতার সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ১৬৯০ কোটি। আগে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১১০ কোটি।
এবার আসা যাক, ঐশ্বর্য্যের সম্পত্তির হিসেবে। বচ্চন বধূর সম্পত্তি ছিল ননদ শ্বেতার থেকে ৫৯০ শতাংশ বেশি। তবে জুহুর বাংলো উপহার পাওয়ার পরে, শ্বেতার সম্পত্তি ঐশ্বর্য্যের থেকে ১০৪ শতাংশ বৃদ্ধি পেল। প্রসঙ্গত, অমিতাভ যে বাংলো আদরের মেয়ে শ্বেতার নামে লিখে দিয়েছেন, সেই বাংলো পছন্দ ছিল ঐশ্বর্য্য রাই বচ্চনের। জুহুর বাংলো ‘প্রতীক্ষা’ ছিল অমিতাভের প্রথম সম্পত্তি। কেরিয়ারের একেবারে শুরুর দিকে, নিজের বাবা-মায়ের সঙ্গে এখানে থাকতেন অমিতাভ। কাজেই এই বাংলো মহামূল্য হওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতি বিজড়িতও বটে। কিন্তু এই বাংলার মালিক এখন শ্বেতা, ঐশ্বর্য্য নন। শ্বেতার সম্পত্তির খতিয়ান সামনে এলেও, অভিষেকের ভাগে অমিতাভের সম্পত্তির ঠিক কী কী ভাগ পড়েছে, তা খোলসা করা হয়নি বচ্চন পরিবারের তরফে।
অমিতাভ বচ্চনের বর্তমান ঠিকানা এখনও জলসা। শোনা যায়, বিলাসবহুল এই বাড়িতে এখন থাকছেন না ঐশ্বর্য্য। তবে মায়ানগরীর বুকের আইকনিক এই জলসার মালিক ভবিষ্যতে কে হবেন... তা এখনও প্রকাশ করেনি বচ্চন পরিবার।
আরও পড়ুন: Prosenjit Chatterjee: হঠাৎ পুরীর জগন্নাথ দর্শনে প্রসেনজিৎ, কোন ছবির শ্যুটিং করছিলেন তিনি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।