কলকাতা: এই শো-এ শুরু হয় নিয়মিত তৈরি হয় নতুন নতুন গল্প। কারণ, এই শো-এর সঞ্চালক যিনি, তাঁর যেন বয়স বাড়ে না কখনও। সদ্য, এই শো-তে এসে, অমিতাভ বচ্চনকে (Amitabh Bacchan) নতুন ভাষা শেখাল এক খুদে!
সদ্য অমিতাভের শো-এর প্রতিযোগী হয়ে, হট সিটে বসতে এসেছিলেন গুজরাতের এক খুদে। নাম, প্রতিষ্ঠা শেট্টি (Pratishta Shetty)। ভাপির এই ছোট্ট মেয়ে আর তাঁর বাবার কথোকপকথনের থেকে নতুন ভাষা শিখলেন অমিতাভ! শো শুরু হওয়ার আগে প্রতিষ্ঠার বাবা কন্যার উদ্দেশে বলেন, 'অল দ্য বেস্ট কুদ্রে' (All the best, 'kudre')। এই কথা শুনেই অমিতাভ জানতে চান, কুদ্রে কথার অর্থ কী? ছোট্ট প্রতিষ্ঠা পাল্টা প্রশ্ন করে বসে 'বিগ বি'-কে। আন্দাজ করতে বলে এই শব্দের অর্থ কী?
একটু ভেবে অমিতাভ প্রতিষ্ঠার বাবাকে প্রশ্ন করেন, 'এটা কী ওর ডাক নাম?' প্রতিযোগীর বাবা জানান, কন্নড় ভাষায় কুদ্রে কথার অর্থ ঘোড়া। অভিনেতা তখন প্রশ্ন করেন, প্রতিষ্ঠার ডাকনাম কী? প্রতিষ্ঠার বাবা জানান, তাকে বাড়িতে কুদ্রে বা কাত্থে বলে ডাকা হয়। কুদ্রে কথার অর্থ ঘোড়া ও কাত্থে কথার অর্থ গাধা। এর কারণ, প্রতিষ্ঠা নাকি সবসময় বাড়িতে দৌড়ে বেড়ায়।
এটা শুনে অমিতাভ বলেন, এটা টুলু ভাষা তাই না? প্রতিষ্ঠা তখন জানায়, তার মা টুলু বলে। অমিতাভ তখন বলেন, তিনি আজ বাড়ি গিয়ে ঐশ্বর্য্য (Aishwariya Rai Bacchan) ও নাতনি আরাধ্যাকে বলবেন, তিনি টুলু ভাষার অন্তত ২টো শব্দ শিখেছেন। অমিতাভ আরও জানান, ঐশ্বর্য্য এই ভাষা জানলেও, তিনি একেবারেই জানেন না বা বলতে পারেন না। তবে তিনি আজ দুটো শব্দ শিখেছেন। এরপরে অমিতাভ প্রশ্ন করেন, প্রতিষ্ঠার ডাকনাম কী? জানানো হয়, প্রতিষ্ঠাকে প্রাতি বলে ডাকা হয়। এই নামের প্রশংসা করেন অমিতাভ।
সম্প্রতি এই শো-তে ১ কোটি টাকা জিতে চর্চায় এসেছিল আরও এক খুদে, নাম ময়ঙ্ক। ১২ বছর বয়সী ময়ঙ্ক অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা দিল্লি পুলিশের হেড কনস্টেবল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এই খুদের ভিডিও ক্লিপিংস।
আরও পড়ুন: Anupam Roy: এখনও চর্চায় পরম-পিয়া, কী করছেন অনুপম?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।