মুম্বই: শ্যুটিং সেটে ম্যাজিক হয়, কথায় কথায় ভেসে ওঠে কত পুরনো স্মৃতি। আর একটা গোটা শো যদি সঞ্চালনা করেন একটি শো, সেখানে তো তৈরি হবেই বিভিন্ন স্বাদের গল্প। সদ্য কেবিসি অর্থাৎ কোন বনেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati)-র সেটে নিজের ছোটবেলার গল্প শেয়ার করে নিলেন অমিতাভ। 


শো-এর প্রতিযোগী গল্পের ছলে এক প্রতিযোগী তাঁর ক্রিকেট প্রেমের কথা বলেন। প্রতিযোগী সৌরভ শেখর জানান, ছোটবেলায় ক্রিকেট খেলার মত আর্থিক সামর্থ ছিল তাঁর পরিবারের। কিন্তু গ্রামে মানুষ হওয়া সেই ছোট্ট ছেলের পরিবারে অনুমতি ছিল না ক্রিকেট খেলার। বাবা মনে করতেন, ক্রিকেট খেললে বোধহয় পড়াশোনার ক্ষতি হবে।


এই ঘটনা অমিতাভকে মনে করিয়ে দেয়, তাঁর শিশুকালের কথা। তিনি বলেন, খাটের তলায় লুকিয়ে ক্রিকেটের কমেন্ট্রি শুনতেন তিনি। বাড়ির বড়রা জানতে পারলে পাছে মনে করেন পড়ার ক্ষতি হয়, তাই লুকিয়ে কমেন্ট্রি বা ধারাভাষ্য শুনতেন তিনি। একবার তাঁর মা তাঁকে ধরে ফেলেন এমন কমেন্ট্রি শোনার সময়। বকুনি দিয়ে পড়াশোনায় মন দিতে বলেন তিনি। 


সদ্যই করোনা কাঁটা সরিয়ে শ্যুটিং সেটে ফিরেছেন অমিতাভ। সূত্রের খবর, তাড়াতাড়ি কাজ শুরু করতে চেয়েছিলেন অমিতাভ। তিনি চাননি, তাঁর অসুস্থতার জন্য শো-এর কোনওরকম ক্ষতি হোক। আর তাই ৭ দিনের নিভৃতবাস কাটতেই ফের করোনা পরীক্ষা করেন তিনি। রিপোর্ট নেগেটিভ আসলেই যোগ দেন কাজে। তবে সমস্তরকমের সুরক্ষাবিধি বজায় রেখেছিলেন অমিতাভ। তিনি করোনামুক্ত হওয়ার পরে তাঁর বাড়ি ও গোটা চত্বর স্যানিটাইজেশন করানো হয়।


আরও পড়ুন: Mega Blockbuster: দীপিকা, রশ্মিকা, রোহিতদের 'মেগা ব্লকবাস্টার'-এর রহস্য ফাঁস করে ফেললেন সৌরভ!


সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অমিতাভ নিজেই। সেই পোস্টে সকলেই তাঁর আরোগ্য কামনা করেছিলেন। তবে নিজের সুস্থ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেননি অমিতাভ। তবে কাজে ফিরেছেন তিনি। 


সামনেই মুক্তি পাচ্ছে ব্রহ্মাস্ত্র (Bramhastra)। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি নিয়ে এমনিতেই দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছেই। আর এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।