কলকাতা: আজ সকালে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্বভাবতই উদ্বিগ্ন হয়েছিলেন তাঁর হাজার হাজার অনুরাগীরা। প্রিয় অভিনেতা ঠিক কী হয়েছে, কতটা গুরুতর তাঁর শারীরিক অবস্থা, এই প্রশ্নই ঘুরছিল সবার মনে। তবে, সকালে হাসপাতালে ভর্তি হয়েও, রাতে বাড়ি ফিরে এলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। ঠিক কী হয়েছিল 'শাহেনশাহ'-র?
আজ সকালেই মায়ানগরী থেকে গোটা দেশে ছড়িয়ে পড়ে, অমিতাভ বচ্চনের অসুস্থতার খবর। শোনা যায়, তাঁকে ভর্তি করা হয় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে। তবে, আজ রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অমিতাভ। ফিরে এসেছেন জলসায়। বাড়িতেই বিশ্রামে থাকবেন তিনি। সুস্থ হয়ে উঠবেন ধীরে ধীরে। পরিবারের তরফে জানানো হয়েছিল, তেমন গুরুতর কিছু হয়নি অমিতাভের। বেশ কিছু টেস্ট ও একাধিক রুটিন চেক আপের জন্যই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সেগুলি হয়ে যাওয়ার পরেই ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।
তবে হাসপাতাল সূত্রে খবর, একটি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে মিস্টার বচ্চনের। অ্যাঞ্জিওপ্লাস্টি সাধারণত ব্যবহার করা হয়, শরীরের কোনও শিরায় যদি রক্ত জমাট বেঁধে যায়, সেটিকে ফের স্বাভাবিক করার জন্য। সাধারণত অ্যাঞ্জিওপ্লাস্টি হয় হার্টের কোনও ভেনে রক্ত জমাট বেঁধে গেলে তা স্বাভাবিক করে তোলার জন্য। তবে কেবল হার্টে নয়, গোটা শরীরে রক্ত চলাচল করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পায়ের একাধিক শিরা-ধমনীও। জানা যাচ্ছে, অমিতাভ বচ্চনের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বটে, তবে তা হার্টের কোনও শিরা-উপশিরায় নয়, পায়ের ধমনীতে। যেহেতু অ্যাঞ্জিওপ্লাস্টি মাইক্রো-সার্জারির ধাঁচে হয়, তাই সুস্থ হয়ে ওঠাটাও হয় তাড়াতাড়িই। জানা যাচ্ছে, পায়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করে, সেইদিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে অভিনেতাকে। সঠিকভাবেই হয়ে গিয়েছে অস্ত্রোপচার। তবে এখন বাড়িতেই বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ট্যুইট করেছিলেন অমিতাভ বচ্চন। সেখানে লেখা রয়েছে, 'চিরকালের জন্য কৃতজ্ঞ'। অনেকেই এই ট্যুইট দেখে মনে করছেন, অমিতাভ বচ্চনের অস্ত্রোপচার সফল হয়েছে। যে অনুরাগীরা তাঁর জন্য প্রার্থনা করছিলেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন প্রবীণ অভিনেতা। সেই ট্যুইটেও তামাম ভক্তকূল অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
আরও পড়ুন: Sourav Ganguly: 'দাদাগিরি' এবার হাতের মুঠোয়! সৌরভ গঙ্গোপাধ্যায় নিয়ে এলেন বিশেষ ডাকটিকিট