কলকাতা: বাঙালির অন্যতম জনপ্রিয় এই রিয়্যালিটি শো। নাচ বা গান নয়.. বুদ্ধির জোরেই জিতে নিতে হবে এই শো-এর খেতাব। আর গোটা শোতেই জড়িয়ে রয়েছে ক্রিকেট মাঠের ছোঁয়া। শুধু কি তাই? এই রিয়্যালিটি শো-এর অন্যতম এক্স ফ্যাক্টর (X Factor) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর সাবলীল সঞ্চালনা এই শো-এর অন্যতম প্রাণ। আর এবার, 'দাদাগিরি' (Dadagiri)-র মঞ্চে আরও এক চমক। প্রকাশ্যে আনা হল, 'দাদাগিরি'-র ডাকটিকিট।
'দাদাগিরি'-র মঞ্চেই প্রকাশ্যে আনা হয়েছে এই ডাকটিকিট। প্রত্যেকটি ডাকটিকিটেই রয়েছে বাংলার অন্যতম কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি। সঙ্গে 'দাদাগিরি'-র লোগো। এই মাসের শেষ থেকেই যে কোনও পোস্টাল ডিপার্টমেন্টাল অফিসে মিলবে এই ডাকটিকিট। এই ডাকটিকিট নিজেই উদ্বোধন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার বিভিন্ন তারকারা এই মঞ্চে খেলতে তো আসেনই, পাশাপাশি দাদাগিরির মঞ্চে তুলে ধরা হয় বিভিন্ন হারিয়ে যাওয়া শিল্প থেকে শুরু করে অদ্ভূত সব পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের।
'দাদাগিরি'-র মঞ্চের অন্যতম আকর্ষণ হল সৌরভের সাবলীল সঞ্চালনা। সাধারণ প্রতিযোগী থেকে শুরু করে তারকা প্রতিযোগী, সবার সঙ্গেই সহজভাবে মিশে যেতে পারেন তিনি। এমনকি প্রতিযোগীদের তরফে কোনও প্রশ্ন এলে, তারও সহজভাবেই উত্তর দেন তিনি। বিভিন্ন আবদার রাখতেও পিছপা হন না ২২ গজের এই কিংবদন্তি। হামেশাই তাঁর কথায়, গল্পে উঠে আসে নিজের ব্যক্তিগত জীবনের কথাও।
সম্প্রতি 'পারিয়া' ছবির প্রচারে 'দাদাগিরি'-র মঞ্চে এসেছিলেন, বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), জয়জিৎ বন্দোপাধ্যায় (Joyjeet Banerjee) ও অন্যান্যরা। আর সেখানেই, জয়জিৎ একটি অদ্ভুত প্রশ্ন করেছিলেন সৌরভকে। তিনি বলেন, 'ধরো তুমি মন্ত্রী হলে... তাহলে ক্রীড়া ছাড়া আর কোন দফতর নেবে?'
জয়জিতের এই প্রশ্ন শুনে প্রথমেই সৌরভ হাসতে হাসতে বলেছিলেন, 'কখনও মন্ত্রী হব না।'। তারপরে, জয়জিৎতে প্রশ্ন উত্তরকে কার্যত এড়িয়ে গিয়ে বলেন, 'এটা আলাদা বলি?' এরপরে জয়জিৎ ফের প্রশ্ন করেন, 'তোমায় যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব তোমায় ডাকল কিন্তু তোমার যাওয়ার ইচ্ছা নেই.. এড়াও কি করে?' সৌরভ স্পষ্ট বলেন, 'আমি পারলে যাই। রাজনৈতিক মঞ্চ না হলেই যাই। রাজনৈতিক ব্যক্তিত্ব ডাকলে সমস্যা কোথায়? আমি আর তুমি একই মঞ্চ শেয়ার করছি। কিন্তু এতে তুমি ক্রিকেটার হয়ে যাচ্ছো না বা আমিও অভিনেতা হয়ে যাচ্ছি না। রাজনীতির ক্ষেত্রেও তো তাই। কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে এক মঞ্চে দাঁড়ালে তিনি যেমন ক্রিকেটার হয়ে যাচ্ছেন না আমিও রাজনীতিতে চলে যাচ্ছি না। মানুষ রাজনীতির মঞ্চে গেলে মানুষ এত লাফালাফি করে কেন আমি এখনও বুঝি না।'
আরও পড়ুন: Mithila New Film: 'সিনেমার মোড়কে এ চিরকালীন সমাজের চিত্র', মুক্তি পেল মিথিলার নতুন ছবির ট্রেলার