মুম্বই: করোনা সারিয়ে ফের স্বমহিমায় অমিতাভ বচ্চন। দিনকয়েক আগে লাদাখে গিয়েছেন তিনি। ছবির শ্যুটিংয়ের জন্য লাদাখে যান তিনি। আর সেখান থেকেই তিনি জানিয়েছেন, -৩৩ ডিগ্রি সেলসিয়াসে শ্যুটিংয়ের অভিজ্ঞতা।

নিজের ব্লগে তিনি লিখেছেন, কিছুদিন আগে লাদাখে এসেছি। সারাদিন কাজ করছি। এখানে তাপমাত্রা -৩৩ ডিগ্রি সেলসিয়াস। ছবিতে দেখা যাচ্ছে, হিমশীতল লাদাখে শীত পোশাক পরে আছেন শাহেনশাহ। মাথায় টুপি, গ্লাভস, মোটা জ্যাকেট পরেছেন। একইসঙ্গে তিনি লিখেছেন, এতকিছু পরেও ঠান্ডা থেকে বাঁচতে পারছি না।



নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এরপরই আরও একটি ভিডিও পোস্ট করেন তিনি। লাদাখে থেকেই ওই ভিডিও বানান তিনি। যদিও সোশাল মিডিয়ায় অমিতাভের অ্যাক্টিভ থাকা কোনও নতুন বিষয় নয়। অনুরাগীদের সঙ্গেও যোগাযোগ রাখেন সোশাল মিডিয়ার মাধ্যমেই। নিজের আসন্ন ছবির আপডেট দিয়ে থাকেন সোশাল মিডিয়ায়। একইসঙ্গে পুরনো দিনের কথাও তুলে ধরেন ট্যুইটার, ইনস্টাগ্রামে। শুধু তাই নয়, করোনা আক্রান্ত হওয়ার পরেই হাসপাতাল থেকে নিজের স্বাস্থ্য সংক্রান্ত সব আপডেট দিয়েছিলেন বিগ বি। দিনকয়েক আগেও পুরনো একটি ছবি শেয়ার করেন অমিতাভ। দেখা যাচ্ছে তিনি সবাইকে অটোগ্রাফ দিচ্ছেন। ১৯৯০ সালে মস্কোয় তোলা ওই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।

https://www.instagram.com/p/CJrbCiEhZUx/?utm_source=ig_web_copy_link

গত বছর জুলাই মাসে করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। একই সঙ্গে আক্রান্ত হন অভিষেক বচ্চন। শুধু তাই নয়, মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চন। ৪ জনই বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঐশ্বর্যা এবং আরাধ্যার মৃদু উপসর্গ থাকায় তাঁদের কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।