কলকাতা: ওই যে কথায় বলে না.. 'ডাউন মেমোরি লেন'। স্মৃতির সরণী বেয়ে হেঁটে যাওয়া। স্মৃতিকে ফিরে দেখতে কার না ভাল লাগে? আর সেই স্মৃতি যদি সুখস্মৃতি হয়, তাহলে তো অবশ্যই। তারকা বলে, স্মৃতি মনে করতে ভাল লাগবে না তাও কি হয়। স্কুলজীবনে কেমন ছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)? সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি শেয়ার করে নিলেন 'বিগ বি'। যদিও ঝাপসা, কিন্তু সেই ছবি স্মৃতিমেদুর। অমিতাভ বচ্চনের নতুন ছবি দেখে আবেগপ্রবণ অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় আজ দুটি ছবি শেয়ার করে নিয়েছেন অমিতাভ। একটি ছবি কেবল জুম করে তাঁকেই ধরা হয়েছে। অন্য ছবিতে রয়েছে গোটা টিমই। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে অমিতাভ লিখেছেন, 'বয়েজ় স্কাউটের সেইসব সুখের দিনগুলো। সেই ব্যাজ, সেই স্পেশাল স্যালুট... কত কী শিখেছি। এখনও যেন তার অনুশীলন করে চলেছি।' সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের এই ছবি দেখে তাঁকে চেনাই দায়। সাদা কালো ছবিতে কেবল বোঝা যাচ্ছে অমিতাভের পরণে রয়েছে সাদা শার্ট। মাথায় টুপি ও গলায় টাই।
অমিতাভ বচ্চনের ইনস্টাগ্রাম অ্যকাউন্ট যেন স্মৃতির অ্যালবাম। হামেশাই তিনি তুলে ধরেন বিভিন্ন ছবি। স্মৃতির পাতা থেকে। কখনও জয়া বচ্চনের সঙ্গে পুরনো ছবি, কখনও আবার ছোট্ট অভিষেককে নিয়ে ছবি। তবে আজ যে ছবিটি অমিতাভ শেয়ার করে নিয়েছেন সেখানে অভিনেতাকে চেনাই দায়। ছোট্ট অমিতাভের ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় অবাক নেটিজেনরাও। ছবিটি ১৯৫৪ সালের।
নিজের ব্লগে অমিতাভ জানিয়েছেন, তিনি এলাহবাদের BHS স্কুলে পড়াশোনা করতেন। সেই সঙ্গে অমিতাভ আরও জানান, তাঁর বর্তমানে সদ্য ঘটনা কিছু ঘটনা কিম্বা সদ্য হওয়া কিছু কথা মনে রাখতে সমস্যা হয়। কিন্তু সেই পুরনো দিনের সব কথা দিব্যি মনে রেখেছেন অমিতাভ।
আরও পড়ুন: New Web Series: 'কাঁটায় কাঁটায়' রহস্য এবার ওয়েবের পর্দায়, মুখ্যভূমিকায় শাশ্বত, সোহমের ডেবিউ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।