কলকাতা: যাঁরা নারায়ণ সান্যালের 'কাঁটায় কাঁটায়' সিরিজ পড়েছেন, তাঁদের নতুন করে বোঝাতে হবে না এই গল্পের মাদকতা। এই গল্প একবার পড়তে শুরু করলে, শেষ না করে থাকা মুশকিল। আর সেই গল্প নিয়েই যদি ওয়েব সিরিজ হয়? জি ফাইভ (Zee Five) ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে সেই 'কাঁটায় কাঁটায়'। সিরিজের প্রথম গল্প, 'সোনার কাঁটা' তিনি তৈরি হয়েছে এই সিরিজ। অগাস্ট মাসে মুক্তি পাবে 'কাঁটায় কাঁটায়'-এর প্রথম ওয়েব সিরিজ। মুখ্যভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। 


সদ্য মুক্তি পেয়েছে, এই সিরিজের ট্রেলার। এই সিরিজে মুখ্যচরিত্রে দেখা যাবে শাশ্বতকে। তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অন্যান্য চট্টোপাধ্যায় (Anannya Chatterjee)-কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পায়েল সরকার (Payel Sarkar) ও সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এই ওয়েব সিরিজের হাত ধরেই সোহমের মুখ্যচরিত্রে ওটিটি ডেবিউ হল। যাঁরা পড়েছেন, তাঁদের কাছে অজানা নয় যে এই ধারাবাহিক গল্পগুলি লেখা হয়েছে আইনজীবি পিকে বসু (PK Basu)-কে নিয়ে। অবসরপ্রাপ্ত জীবনে তিনি বিভিন্ন রহস্য সমাধান করার জন্য একটি গোয়েন্দা সংস্থা খোলেন। সেই থেকেই তাঁর কাছে একের পর এক কেস আসা শুরু হয় ও তিনি সেই কেসগুলির রহস্য সমাধান করেন। 


কন্যা মারা যাওয়ার পরে, স্ত্রী রানিকে নিয়ে পিকে বসু পাহাড়ে আসেন। তাঁরা এসে ওঠেন একটি নতুন হোম স্টে-তে। সেই হোম-স্টে ও খুলেছেন তাঁদেরই পরিচিত এক দম্পতি। কিন্তু সেই হোম-স্টে-তে এসেই একটু খুনের মামলায় জড়িয়ে পড়েন পিকে বসু। কিন্তু খুনটা হল কী ভাবে? খুনের সময়ে প্রত্যেকেই প্রত্যেকের ঘরে ছিল আর খুনটা হয়েছে ড্রইং-রুমে। কে নিজের ঘর থেকে বেরিয়ে এসে খুন করল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এগিয়ে যাবে গল্প। ১৫ অগাস্ট জি ফাইভে প্রিমিয়ার হবে এই ওয়েব সিরিজের। 


 






আরও পড়ুন: Arifin Shuvoo: আরও এক বিচ্ছেদ.. সম্পর্কে ইতি টানলেন বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।