অমিতাভ বচ্চন টুইটার হ্যান্ডেলে লিখেছেন, যেসব ভারতীয় সেনারা কার্গিল যুদ্ধে নিজেদের জীবন দিয়েছেন দেশকে সুরক্ষা দেওয়ার জন্য, তাঁদের কুর্ণিশ।
সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন লতা মঙ্গেশকরও। সঙ্গীতশিল্পী লিখেছেন, আজ কার্গিল বিজয় দিবস। ভারতীয় সেনার সামনে মাথা নত করে শ্রদ্ধা জানাই। সম্মান জানাই দেশের সেই সাহসী সন্তানদের, যাঁরা যুদ্ধে নিজেদের জীবন দিয়েছেন।
অক্ষয় কুমার লিখেছেন, আমার খুব একটা বই পড়ার অভ্যেস নেই। তবে কার্গিল দিবস উপলক্ষ্যে মহান শহিদদের শ্রদ্ধা জানাতে পড়তে শুরু করেছি শিব আরুর ও রাহুল সিংহর লেখা "ইন্ডিয়া'স মোস্ট ফিয়ারলেস ২।
ভারতীয় সেনাদের শ্রদ্ধাজ্ঞাপন করেছেন অভিনেতা সঞ্জয় দত্তও।
''উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'' খ্যাত ভিকি কৌশলও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন।
কার্গিল বিজয় দিবসে কলম ধরেছেন আয়ুষ্মান খুরানা, তাপসী পান্নু, ফারহান আখতারও। দেখে নেব কী লিখেছেন তাঁরা।