নয়াদিল্লি: বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি টাইগার শ্রফ ও কৃতি শ্যানন অভিনীত 'গণপথ'। কিছুদিন আগেই শোনা গিয়েছিল টাইগারের বাবা অভিনেতা জ্যাকি শ্রফকে ছবিতে স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য বলতে পারেন ছবি নির্মাতারা। তবে সম্প্রতি এই ছবি সম্পর্কে আরও কিছু তথ্য মিলেছে। সূত্রের খবর, বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে টাইগার শ্রফের বাবার চরিত্রে অভিনয়ের জন্য অমিতাভ বচ্চনের কাছে আবেদন জানানো হয়েছে। 


'টাইগার শ্রফ এই ছবিতে একজন বক্সারের চরিত্রে অভিনয় করছেন এবং পর্দায় তাঁর চরিত্রের বাবাকেও প্রাক্তন বক্সার হিসাবে দেখা যাবে। এই চরিত্রটি স্ক্রিপ্টের এক গুরুত্বপূর্ণ অংশ। ছবি নির্মাতারা এই চরিত্রে অমিতাভ বচ্চনকেই চাইছেন। যদিও এখনও তারিখ বা অন্যান্য প্রয়োজনীয় পদ্ধতি হওয়া বাকি। ছবির একটি বড় অংশ লন্ডনে শ্যুট করা হবে এবং টাইগার ও কৃতি ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন। অন্তত ২ মাস ধরে শ্যুটিং চলবে বলেও জানা গেছে,' খবর ঘনিষ্ঠ মহল সূত্রে।


সবকিছু কথা মতো এগোলে, এই সিনেমাতেই প্রথম একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন বিগ-বি ও টাইগার। ২০১৪ সালে টাইগার শ্রফ ও কৃতি শ্যানন একসঙ্গে 'হিরোপন্থি' ছবি দিয়ে প্রথম সিনেমা জগতে পা রাখেন। 'গণপথ' তাঁদের একসঙ্গে দ্বিতীয় ছবি। প্রসঙ্গত কিছুদিন আগেই লন্ডনে 'হিরোপন্থি ২'-এর শ্যুটিং সেরে ফিরেছেন টাইগার। এরপর ফের সেখানে 'গণপথ' ছবির শ্যুটিং সারতে গেছেন অভিনেতা। 


আরও খবর: 67th National Film Awards Winners List : সেরা অভিনেতা মনোজ বাজপেয়ী-ধনুশ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকের তালিকায় আর কারা ?


বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গেই তাঁর শরীরচর্চা, নাচ, মার্শাল আর্টের ফ্যান দর্শকেরা। তিনি বর্ষীয়াণ অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। জীবনের শুরুর দিকের ছবিগুলি বিশেষ বক্সঅফিস সাফল্য না আনতে পারলেও তাঁর অ্যাকশন সিক্যোয়েন্স মন কেড়েছিল সকলের। তাঁর নাচ দেখে অনুরাগীরা হৃত্বিক রোশনের সঙ্গে তুলনা করতে শুরু করেন। আর এই সমস্ত আলোচনা জিইয়ে রাখে তাঁর অনবরত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্টান্টের পোস্ট।