রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : গিয়েছিলেন কাঠ কুড়োতে, তখনই নজরে আসে বাঁশ বাগানে পড়ে আছে মানুষের কঙ্কাল। সাতসকালে এক বাসিন্দার মুখে এই খবর শোনার পরই, শোরগোল পড়ে যায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ঝিঝিরআইটে। কঙ্কালের পাশেই পড়ে ছিল ওড়না, জুতো, ব্যাগ, টিফিন বক্স। কিছুটা পরে ভাঙড় থানার পুলিশ কঙ্কাল উদ্ধার করে। যা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, কঙ্কালটি কোনও মহিলার হতে পারে। ডিএনএ পরীক্ষার জন্য  কঙ্কালটি পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর। 


স্থানীয় সূত্রে খবর, মাস খানেক আগে স্থানীয় বাসিন্দা বছর তিরিশের নুর বানুর বিবি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তাঁর পরিবার ভাঙড় থানায় মিসিং ডায়ারি করে। স্বামীকে ছেড়ে তিনি ঝিঝিরআইটে বাপের বাড়িতে থাকছিলেন। এই কঙ্কাল কি নুরবানুর বিবির?  গ্রামবাসীদের মনে এটাই এখন বড় প্রশ্ন। এক স্থানীয় বাসিন্দা বলেছেন, 'এক মাস আগে এখানকার নূরবানুর  বিবি নিখোঁজ হয়ে গিয়েছিলেন, এটা নূরবানুরের কঙ্কাল হতে পারে।' এদিন সকালে নরকঙ্কাল পাওয়া যাওয়ার পর যে স্থানীয়দের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল, সেটাও পরিষ্কার তাদের কথায়। এক স্থানীয় বলেছেন, 'আমরা খবর পেয়ে যাই। গিয়ে দেখি কঙ্কালের মাথা-হাত-পা রয়েছে।'


আরও পড়ুন- ঝোপের মধ্যে নরকঙ্কাল! বল কুড়োতে গিয়ে আঁতকে উঠল কিশোর, তীব্র আতঙ্ক শ্যামনগরে


কিছুদিন আগে ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের গুড়দহ খেলার মাঠের কাছে এক নরকঙ্কাল উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। মাঠের ধারে ঝোপ থেকে বল কুড়োতে গিয়ে নরকঙ্কাল দেখে আঁতকে উঠেছিল কিশোর। শ্যামনগর এলাকায় যা নিয়ে ছড়ায় আতঙ্ক। যার কিছুদিন আগে কলকাতার স্ট্র্যান্ড রোডের পরিত্যক্ত বাড়ির ছাদে মিলেছিল কঙ্কাল। নর্থপুর থানার পুলিশ আধিকারিক ও  কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা এসেছেন ঘটনাস্থলে। নরকঙ্কালটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়।


আরও পড়ুন- কলকাতার স্ট্র্যান্ড রোডে পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে উদ্ধার নরকঙ্কাল, শুরু তদন্ত