নয়াদিল্লি: ১২ পূর্ণ করে ১৩-এ পা দিল আরাধ্যা বচ্চন (Aaradhya Bachchan Birthday)। হৃদয়ের টুকরো মেয়ের জন্মদিনে আদুরে স্নেহের পোস্ট করলেন অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। মেয়েকে ভালবাসায় ভরালেন বাবা অভিষেক বচ্চনও (Abhishek Bachchan)। একদিকে অভিনেতা জানালেন মেয়েকে তিনি সবচেয়ে বেশি ভালবাসেন, অন্যদিকে অভিনেত্রীর কথায়, তিনি মেয়ের জন্য শ্বাস-প্রশ্বাস নেন। কিন্তু এত কিছুর মধ্যেও নেটিজেনদের নজরে পড়ল অন্য জিনি। বচ্চন পরিবারের একমাত্র কন্যার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করতে দেখা গেল না বিগ বি, অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। ফের একবার ঐশ্বর্যার সঙ্গে পরিবারের দূরত্বের জল্পনা উস্কে উঠল।
আরাধ্যার জন্মদিনে কোনও পোস্ট নেই অমিতাভের
বচ্চন পরিবারের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন। অভিষেক ও ঐশ্বর্যা মেয়ের জন্মদিনে বিশেষ পোস্ট করলেও নেটিজেনদের নজর এড়াল না যে কোনও শুভেচ্ছা পোস্ট করেননি অমিতাভ বচ্চন।
অ্যাশ ও অভির পোস্ট অনুরাগীদের নজর কাড়লেও, সকলের নজরে পড়ল নাতনিকে শুভেচ্ছা জানিয়ে ১৬ নভেম্বর কোনও পোস্ট করেননি অমিতাভ বচ্চন। কিন্তু নাতনির প্রতি তাঁর ভালবাসার কথা সকলেরই জানা।
বেশ কয়েক মাস ধরেই বলিউডে কান পাতলে গুঞ্জন শোনা যাচ্ছে যে চিড় ধরেছে বচ্চন পরিবারে। শ্বশুর শাশুড়ির সঙ্গে নাকি দূরত্ব বেড়েছে বৌমা ঐশ্বর্যার। ১ নভেম্বর, নিজের জন্মদিনও একাই কাটান প্রাক্তন বিশ্বসুন্দরী। পাশে দেখা যায়নি পরিবারের কোনও সদস্যকেই। সঙ্গে ছিল মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাই। অনেক নেটিজেনের মতে স্ত্রীকে 'দায়সারা' ভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক।
সোশ্যাল মিডিয়ায় প্রবল সক্রিয় অমিতাভ বচ্চন। প্রায় দিনই তিনি কিছু না কিছু পোস্ট করেন। সেখানে আদরের নাতনির জন্মদিনে কোনও পোস্ট না হওয়ায় তা নজরে পড়েছে নেটিজেনদের। তবে এমনও হতে পারে, সমাজমাধ্যমের পাতায় কিছু না লিখলেও নিয়ম মতোই আদর, উপহারে নাতনিকে ভরিয়েছেন শাহেনশাহ্। কে বলতে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।