মুম্বই: অশান্ত সময়ে সমাজের প্রতিনিধি হয়ে উঠেছিলেন তিনি। বয়স ৮০ ছুঁলেও, আজও ইতিহাস রচনা করে চলেছেন। তাই নেহাত জন্মদিন নয়, ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্মতিথি, অনুরাগীদের কাছে মহানায়কের আবির্ভাব দিবসই (Amitabh Bachchan Birthday)। তার প্রতিচ্ছবি ধরা পড়ল মায়ানগরীর বুকে। সোমবার গভীর রাত থেকে অমিতাভের বাংলোর বাইরে জমাযেত অনুরাগীদের (Bollywood Updates)। তাঁদের নিরাশ করলেন না ‘বিগ বি’ও। গভীর রাতেই বাংলো থেকে বেরিয়ে অনুরাগীদের দেখা দিলেন তিনি (Celebrity Birthday)।
বয়স ৮০ ছুঁল অমিতাভ বচ্চনের
মঙ্গলবার জন্মদিন অমিতাভের। তার জন্য রাত থেকেই মুম্বইয়ে তাঁর বাংলো ‘জলসা’র বাইরে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। অনুরাগীদের উৎসাহে ঘাটতি পড়তে দেননি অমিতাভও। গভীর রাতেই বাংলো থেকে বেরিয়ে আসেন তিনি। অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন। হাতজোড় করে ভালবাসা, সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেয়ে শ্বেতা বচ্চনকেও দেখা যায় অমিতাভের পাশে। তাতে অভিভূত হয়ে পড়েন অনুরাগীরা। ‘জলসার’ দরজায় মাথা ঠেকিয়ে ‘ঈশ্বর প্রণাম’ও সেরে নেন কেউ কেউ।
আরও পড়ুন: Amitabh Bachchan Birthday: একঝলক দেখতে লাইন পড়ে আজও, নাম সার্থক করে বিপ্লব রচনা করে চলেছেন অমিতাভ
তবে শুধু সোমবার রাতেই নয়, মঙ্গলবার সকালেও উৎসবের আমেজ ‘জলসা’র বাইরে। কেক, মোমবাতি, বাজনা নিয়ে হাজির অনুরাগীরা। আনা হয়েছে বিশালাকার কেকও। তবে অনুরাগীদের উচ্ছ্বাস নজর কাড়ছে রীতিমতো। কারণ কেউ হয়ে উঠেছেন ‘অমর আকবর অ্যান্টনি’র অমিতাভ, তো কেউ আবার সাদা কুর্তা, জহর কোট চাপিয়ে বাস্তবের অমিতাভ হয়ে উঠেছেন। পোস্টার, ব্যানার নিয়েও ভিড় করেছেন বহু মানুষ।
কবি হরিবংশ রাইবচ্চন এবং সমাজকর্মী তেজি বচ্চনের বড় ছেলে অমিতাভ। জন্মের সময় নাম রাখা হয়েছিল ‘ইনকিলাম’, স্বাধীনতা আন্দোলন এবং বিপ্লবের অনুপ্রেরণাতেই। পরে নাম বদলে হয় অমিতাভ। কিন্তু জন্মের পর পাওয়া নামই সার্থক করেছেন অমিতাভ। ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হোক ‘দাম্ভিক প্রৌঢ়’ অথবা ‘অভিমানী বাবা’, যা ছুঁয়েছেন, তাই হয়ে গিয়েছে সোনা।
মুম্বইয়ে ‘জলসা’র বাইরে ভিড় অনুরাগীদের
জন্মদিনে তাই ‘শাহেনশা’কে ভালবাসায় ভাসিয়ে নিয়ে যাচ্ছেন অনুরাগীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ট্যুইটারে তিনি লেখেন, ‘অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা। ভারতীয় বিনোদন জগতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব উনি। প্রজন্মের পর প্রজন্মের মনোরঞ্জন করে গিয়েছেন। ওঁর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি’। তবে বয়স ৮০ ছুঁলেও, অত্যন্ত ব্যস্ত অমিতাভ। এখনও একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন। টেলিভিশনেও নিয়মিত দেখা যায়।