নয়াদিল্লি: ৭ নভেম্বর, সিনেমা জগতে ৫২ বছর পূরণ করলেন বলিউডের তারকা অমিতাভ বচ্চন। তাঁর গোটা কর্মজীবনে প্রায় ২০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। অনুরাগীদের সংখ্যাও নেহাত কম নয় তাঁর।


ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৫২ বছর পূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেন অভিনেতা। পোস্টেই তিনি জানান যে তাঁর প্রথম ছবি 'সাত হিন্দুস্তানী'-তে সই করেছিলেন ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। 


আরও পড়ুন: Rituparna Sengupta Birthday: ঋতুপর্ণা সেনগুপ্তকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনে শুভেচ্ছা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের


নিজের একটি সাদা কালো ছবি পোস্ট করে অমিতাভ ইনস্টাগ্রামে লেখেন, '১৯৬৯ সালে ১৫ ফেব্রুয়ারিতে আমি আমার প্রথম ছবি 'সাত হিন্দুস্তানী' সই করি এবং সেটি মুক্তি পায় ৭ নভেম্বর ১৯৬৯ সালে... ৫২ বছর... আজ!!'


 






'ব্রহ্মাস্ত্র' অভিনেতা এমনিতেও সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে সক্রিয়। নিজের ব্যক্তিগত ও কর্মজীবনের নানা আপডেট দিতে থাকেন তিনি অনুরাগীদের। 


আরও পড়ুন: Cruise Drugs Case: 'মুক্তিপণের জন্য অপহরণ আরিয়ানকে', বিস্ফোরক মন্তব্য এনসিপি নেতা নবাব মালিকের