কলকাতা: পথ কুকুরকে খাওয়াতে যাওয়ায় রবীন্দ্র সরোবর থানা (Rabindra Sarabar) এলাকায় মহিলা আইনজীবীকে (lawyer) হেনস্থা, মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। গোলপার্কের বাসিন্দা মহিলা আইনজীবীর (Lawyer) দাবি, গতকাল রাতে কয়েকটি পথ কুকুরকে (Pet Dog) খাওয়াতে তিনি রবীন্দ্র সরোবর থানা এলাকায় যান। অভিযোগ, খাওয়াতে বাধা দিয়ে কয়েকজন যুবক তাঁকে মারধর করে।


রবীন্দ্র সরোবর থানায় (Rabindra Sarabar) অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, একই বিষয় নিয়ে এর আগেও দু’পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। এই অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তপক্ষ প্রতিক্রিয়া দিতে চায়নি।


এর আগে কুকুর নিয়ে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তোলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ফের একটি কুকুরকে নিয়ে অশান্তি হওয়ায় এবার ফেসবুকে লাইভে এসে মারাত্মকভাবে ভেঙে পড়লেন অভিনেত্রী।


মনটা একেবারেই ভাল নেই বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। পুজোর আগেই বাবাকে হারিয়েছেন। আর তাঁর সারমেয় বা কুকুরপ্রেম নতুন কিছু নয়। আবাসনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে তাঁর এই নিয়ে প্রায়শই অশান্তি হয়ে থাকে। 


গত শুক্রবার ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন শ্রীলেখা মিত্র। অভিযোগ, তাঁর সন্তানসম এক সারমেয়কে নিয়ে আবাসনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে তাঁর শুধু অশান্তিই হয়নি এমনকী তাঁকে হেনস্থাও করা হয়েছে। কুকুরকে বিষ খাইয়ে দেবে বলেও হুমকি দিয়েছেন এক বাসিন্দা। এমনটাই ফেসবুক লাইভে জানালেন অভিনেত্রী। 


এ দিন দুটো ফেসবুক লাইভ করেছেন তিনি। প্রথমটি ভিডিওতে দেখা যাচ্ছে তাঁর আবাসনের নিচে কুকুরদের নিয়ে তাঁর সঙ্গে তুমুল ঝগড়া বাঁধে আবাসনের কয়েকজন বাসিন্দাদের সঙ্গে। তর্কের সময় উত্তেজিত হয়ে পড়েন শ্রীলেখা মিত্র। দ্বিতীয় ভিডও-তে দেখা যাচ্ছে কাঁদছেন শ্রীলেখা মিত্র। 


 আরও পড়ুন: East Burdwan: মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, চাঞ্চল্য জামালপুরের হৈবতপুর এলাকায়


আরও পড়ুন; Jalpaiguri: জঙ্গলে নেই যথেষ্ট সংখ্যক বনকর্মী, পাচার-দাপটে বিপাকে ডুয়ার্স