কলকাতা: শ্যুটিং সেটে সময় পৌঁছতে নাকি অচেনা এক পথচারীর বাইকে সওয়ার হয়েছিলেন খোদ অমিতাভ বচ্চন (Amitabh Baccchan)। সেই খবর তিনি নিজেই ছবি সহ শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর স্বভাবতই, 'বিগ বি' (Big B)-র এই বাইক সফর জায়গা করে নেয় শিরোনামে। তবে সেই ছবি নিয়েই বিপত্তি, অনুরাগীরা দাবি করেন, বাইক সফর করার সময় হেলমেট পরেননি অমিতাভ, ফলে ট্রাফিক নিয়ম ভেঙেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় অমিতাভের হেলমেটবিহীন কার্যত ছেয়ে যায়, ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগ করতে থাকে অনুরারাগীরা। আর এই সমস্ত প্রতিক্রিয়ায় নড়েচড়ে বসে মুম্বই পুলিশও। সোশ্যাল মিডিয়ায় তাঁরা জানান, এই ঘটনাটি তাঁরা খতিয়ে দেখবেন ও উপযুক্ত ব্যবস্থা নেবেন। তবে এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন খোদ অমিতাভ বচ্চন। ঠিক কী ঘটেছিল সেদিন, বিস্তারিত জানালেন তাঁর ব্লগে।
অমিতাভ জানান, তিনি আসলে বাইক সফরে করে শ্যুটিং সেটেই জাননি, উল্টে বোকা বানাচ্ছিলেন অনুরাগীদের। তাঁর কথায়, 'দিনটা ছিল রবিবার। মুম্বইয়ের অধিকাংশ অফিসই বন্ধ, রাস্তায় ট্রাফিক ছিল কম। মাঝরাস্তায় আমাদের একটা শ্যুটিং হওয়ার কথা ছিল এদিন। তার জন্য পুলিশের কাছে অনুমতি নেওয়া হয়েছিল আগে থেকেই। বড়জোর ৩০ থেকে ৪০ মিটার রোড কিছুক্ষণের জন্য আটকানো হয়েছিল এই শ্যুটিং সারার জন্য। দুদিকে মোতায়েন ছিল পুলিশ। যাতে ট্রাফিক স্বাভাবিক থাকে, সেজন্য রাস্তার অপরদিক দিয়ে ট্রাফিক চলাচল স্বাভাবিক রাখা হচ্ছিল। আমি কেবল আমার টিমের এক ত্রু-এর বাইকে চেপে বাইকে চাপার অভিনয় করছিলাম মাত্র, কোথাও সফর করিনি।'
এখানেই থামেননি বিগ বি। তিনি আরও বলেন, কখনও প্রয়োজন হলে, ট্রাফিক এড়াতে হতে তিনি অবশ্যই বাইকে সফর করতে রাজি তবে তা সমস্ত নিয়ম মেনে। এই বিষয়ে তিনি তুলে ধরেন অক্ষয় কুমার (Akshay Kumar) -এর উদাহরণ। অক্ষয় ট্রাফিক এড়াতে বাইক সফর করেছিলেন ও হেলমেট পরে, যাবতীয় ট্রাফিক নিয়মও মেনেছিলেন। সেই সঙ্গে বিগ বি যোগ করে দেন, 'আমি কোনও ট্রাফিক নিয়ম ভাঙিনি। আমায় এত ভালবাসার জন্য, আমায় নিয়ে এতটা চিন্তাভাবনা করার জন্য ধন্যবাদ।'
আরও পড়ুন:- WHO: নিজের অজান্তেই ডেকে আনছি রোগ! মিষ্টির বিকল্প বলে যা কিনছি, তা আরও বিপজ্জনক, দাবি WHO-র