কলকাতা: যে অভিনেতা দীর্ঘদিন ধরে বলিউডে কাজ করে আসছেন দাপটের সঙ্গে, সেই অভিনেতার বিরুদ্ধেই এবার কাজের পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠল! তিনি নাকি এতসঙ্গে এতটা কাজ করে ফেলছেন অল্প সময়ে যে খারাপ নিদর্শন তৈরি হচ্ছে! এই অভিনেতা আর কেউ নন, তিনি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই কথা লিখেছেন তিনি। জানিয়েছেন, তিনি ২ ঘণ্টায়, ৫টি বিজ্ঞাপনী শ্যুটিং ও ২টি ফটোশ্যুট সেরেছেন। সেখান থেকেই নাকি শুরু হয়েছে যাবতীয় সমস্যার। 

ঠিক কী হয়েছে? অমিতাভ বচ্চন নিজের ব্লগ পোস্টে লিখেছেন, 'কাজ করছি, কাজের মজা নিচ্ছি। কাজকে উপভোগ করছি। ৫টা শ্যুটিং আর ২টো ফটোশ্যুট শেষ করলাম মাত্র ২ ঘণ্টার মধ্যে। অবশ্যই সিনেমার শ্যুটিং নয়, প্রত্যেকটাই বিজ্ঞাপনী শ্যুট। ক্লায়েন্টের জন্য। তবুও।' এখানেই শেষ করেন না অমিতাভ। তিনি আরও লেখেন, সবাই তাঁর এত তাড়াতাড়ি কাজ শেষ করা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। পরিচালক ও অন্যান্য ক্রু-রা বলেছিলেন, তিনি নাকি কাজের পদ্ধতি নষ্ট করে ফেলছেন। সেই কলাকুশলী ও পরিচালকের না কি অমিতাভকে বলেছেন, 'এতগুলো দিনের কাজ যদি আপনি অর্ধেক দিনেই শেষ করে ফেলেন, তা হলে ক্লায়েন্টের তরফ থেকে আরও বেশি করে ছবি তৈরি করার কথা বলা হবে। এই ভাবে কাজ করলে সকলের জন্য খারাপ দৃষ্টান্ত তৈরি হবে।' তবে এই বিষয়টাকে আমল দেননি অমিতাভ। তিনি যে বেশ মজাই পেয়েছেন, সেই কথা বোঝাই যাচ্ছে।

অন্যদিকে, সদ্যই অযোধ্যায় নিজেদের চতুর্থ সম্পত্তি কিনলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এর আগে, অযোধ্যায় আরও ৩টি সম্পত্তি কিনেছেন তিনি। জানা যাচ্ছে, এবার একটি ২৫ হাজার স্কোয়্যারফিটের ফ্ল্যাট কিনেছেন অমিতাভ বচ্চন। দাম পড়েছে ৪০ কোটি টাকা। সারায়ু রিয়েল এস্টেট প্রোজেক্টের কাছেই পড়ছে এই প্লটটি। এর আগেও অমিতাভ যে প্লটটি কিনেছিলেন সেটি এর কাছেই। এর আগে, বলিউড প্রযোজক আনন্দ পন্ডিতের ফার্ম থেকে ২০ কোটি টাকার (২টি ১০ কোটি টাকা করে) জমি কিনেছিলেন অমিতাভ। অনেকেই মনে করছেন, অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার পরে এটি একটি তীর্থক্ষেত্র হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকেরা এখানে ভিড় জমাচ্ছেন। সেই কারণেই অমিতাভ বচ্চন এখানে বিনিয়োগে মন দিয়েছেন। তবে এই প্লটগুলি নিয়ে ঠিক কী পরিকল্পনা রয়েছে অমিতাভের তা এখনও প্রকাশ্যে আসেনি।