অমিতাভের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ২০১৮-১৯ সালে ৭০ কোটি টাকা কর দিয়েছেন বিগ বি। শুধু তাই নয়, বিহারের মুজফ্ফরপুরের ২০৮৪ কৃষকের ঋণ মিটিয়েছেন তিনি। তাছাড়াও ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় নিহত জওয়ানদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা করে দিয়েছেন তিনি।
এ-বছর 'বদলা' ছবিতে দেখা গিয়েছিল অমিতাভকে। ধর্মা প্রোডাকশনের 'ব্রহ্মাস্ত্র' ছবিতেও কাজ করেছেন অমিতাভ। তাঁর সঙ্গে এই ছবিতে আছেন রণবীর কপূর, আলিয়া ভট্ট প্রমূখ।
হিন্দি চলচ্চিত্র জগতে অর্ধ শতবর্ষ পার করেছেন অমিতাভ। ১৯৬৯ এর ১৫ ফেব্রুয়ারি নিজের কেরিয়ার শুরু করেন তিনি। এইদিনই তিনি তাঁর প্রথম ছবি 'সাত হিন্দুস্তানী'তে সই করেছিলেন।
বয়স বাড়লেও ইন্ডাস্ট্রিতে অমিতাভের জায়গাটা ধ্রুবতারার মতোই।