কলকাতা: ইডেনে শিখর ধবনের অপরাজিত ৯৭ রানে ভর করে আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালস সহজেই হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্সকে। জয়ের জন্য ১৭৯ রান তাড়া করতে নেমে সাত বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটলস। সাত উইকেটে ম্যাচ জিতল তারা।
টসে হেরে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স সাত উইকেটে ১৭৮ রান করে কলকাতা নাইট রাইডার্স। শুরুতেই ওপেনার জো ডেনলিকে হারিয়ে ধাক্কা খায় নাইট শিবির। ইশান্ত শর্মা প্রথম ওভারেই নাইট শিবিরে আঘাত হানেন। এরপর রবিন উথাপ্পা ও শুবমান গিলের জুটি ৬৩ রান যোগ করেন। কিন্তু ৩০ বলে ২৮ রান করে আউট হন উথাপ্পা। অন্যপ্রান্তে সাবলীল ব্যাটিং করলেন তরুণ শুবমান। নীতীশ রানাকে চেনা ছন্দে দেখা গেল না। মাত্র ১১ রান করে ফিরলেন প্যাভিলিয়নে। এরপর শুবমান ও আন্দ্রে রাসেলের জুটি নাইটদের ইনিংস এগিয়ে নিয়ে যান। ৩৪ বলে পঞ্চাশ পূর্ণ করেন গিল। এরপর ৩৯ বলে ৪৫ রানের ইনিংস খেলে আউট হন তিনি। দীনেশ কার্তিক রান পাননি। কিন্তু রাসেল চেনা ছন্দেই খেলতে থাকেন। ২১ বলে ৪৫ রান করেন তিনি। পিযুস চাওলা ১৪ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত নাইটরা সাত উইকেটে ১৭৮ রান করে।
দিল্লির হয়ে ইশান্ত ৪ ওভারে ২১ রান দিয়ে এক উইকেট পান। রাবাডা , মরিস ও পল ২ টি করে উইকেট নেন।
দিল্লির রান তাড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেন ধবন ও ঋষভ পন্ত। ঋষভ ৩১ বলে ৪৬ রান করেন।
গত ম্যাচে চেন্নাইয়ের কাছে হারের পর এবার ঘরের মাঠেও হারল নাইট ব্রিগেড।