পর্দায় দুই অভিনেতা ছিলেন মানিকজোড়। শোলে ছবির জয়-বীরু এখনও ভারতীয় সিনেমার আইকনিক জুটি। অমিতাভ-ধর্মেন্দ্র। শুধু 'শোলে' নয়, আটের দশকে 'চুপকে চুপকে', 'রাম বলরাম'-র মতো একাধিক হিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁর। পর্দার বাইরে তাঁরা ভাল বন্ধুও বটে!
অমিতাভকে 'সাহসী ছোট ভাই' বলে সম্বোধন করে ধর্মেন্দ্র লেখেন, “অমিত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি নিশ্চিত,আমার সাহসী ছোট ভাই... তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবে। এক-দু'দিনেই ভাল হয়ে যাবে...'
শুধু অমিতাভই নন, জয়া বচ্চনকেও বার্তা দেন ধর্মেন্দ্র। লেখেন, ''জয়া, চিন্তা করোনা। সব ঠিক হয়ে যাবে 'মাই ব্রেভ বেবি'। নিজের খেয়াল রাখো। বাড়ির সকলেরও খেয়াল রাখো। সবাইকে ভালবাসা। সাবধানে থেকো।''
অমিতাভ করোনা আক্রান্ত জানার পর ট্যুইট করে সেরে ওঠার শুভকামনা করেন হেমা মালিনীও। বার্তা দেন ধর্মেন্দ্র কন্যা এষা দেওলও।
ধর্মেন্দ্র, হেমার সঙ্গে অমিতাভ জয়ার সম্পর্ক বরাবরই বেশ ভাল। তাঁরা পারিবারিক বন্ধুও বটে।