মুম্বই: যখনই ছবিটা দেখি, আরও একটু করে ভাল থাকি।  সুশান্ত সিং রাজপুতের ছবি শেয়ার করে বললেন তাঁর শেষ নায়িকা সঞ্জনা সাঙ্ঘী।সুশান্তের শেষ ছবি দিল বেচারা ২৪ তারিখ অনলাইনে মুক্তি পাবে। সঞ্জনা স্মৃতিচারণ করলেন অকালে হারিয়ে যাওয়া তাঁর প্রথম নায়কের।

সঞ্জনা তাঁর ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করে লিখেছেন, তারে গিন গানটি শ্যুট করার সময় এই ছবিটি তোলা হয়। যে ভাবে প্রেমের অনুভব নিয়ে আমরা পরস্পরের দিকে তাকিয়ে ছিলাম তা ছবিতে স্পষ্ট। এটা দেখলে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়বেন। শ্যুটিংয়ের অবসরে সুশান্তের সঙ্গে কাটানো বহু সুন্দর মুহূর্ত মনে করিয়ে দিল এই ছবি।


লকডাউনের জেরে হলের পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মে  মুক্তি পেতে চলেছে দিল বেচারা। ছবির টাইটেল ট্র্যাক ও ট্রেলার দেখে অনুরাগীরা সুশান্তের অভাব বোধ করছেন। টাইটেল ট্র্যাক পছন্দ হয়েছে দর্শকদের।