কলকাতা: অসুস্থ অমিতাভ বচ্চন! আর লিখতে পারবেন না! নিজের ব্লগে মাত্র ৫টা শব্দ লিখে অনুরাগীদের জানালেন, ‘তিনি ঠিক নেই।’


শনিবার নিজের ব্লগে কয়েকটি শব্দ লেখেন অমিতাভ। সেখান থেকে স্পষ্ট করে কিছু বোঝা না গেলেও আঁচ করা যায়, শরীর ভালো নেই বিগ বি-র। তিনি লেখেন,  'মেডিক্যাল কন্ডিশন, সার্জারি, কান্ট রাইট!'  অমিতাভের এই লেখাই হইচই ফেলে দেয় তামাম অনুরাগীদের মধ্যে। অনেকেই জানতে চান, ঠিক কী হয়েছে বর্ষীয়ান অভিনেতার?  তাঁদের চিন্তামুক্ত করতে ট্যুইটে অমিতাভ লেখেন, ‘কিছু জিনিস প্রয়োজনের চেয়েও বেশি বড় হয়ে গিয়েছে, কিছুটা কেটে গেলে ঠিক হয়ে যাবে। এটা বয়সের দোষ, কালই বুঝে যাব কেমন আছে সেটা।’



অমিতাভের এই ট্যুইট থেকেও স্পষ্ট খবর পাওয়া যায়নি তাঁর শারিরীক অবস্থার। তবে অনুরাগীরা আঁচ করছেন, তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন। কিন্তু সঠিক খবর না পাওয়ায় এখনও কাটছে না উদ্বেগ। এমনকি তিনি বাড়িতে আছেন নাকি হাসপাতালে থাকতে হচ্ছে সেই সম্পর্কেও কোনও খবর নেই কারও কাছে।


প্রসঙ্গত, কিছুদিন আগেই হুইল চেয়ারে বসে ছবি পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন। তখনও অনুরাগীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সবাই জানতে উদ্বিগ্ন হয়েছিল, কী হয়েছে অভিনেতার। সেই সময়ও অমিতাভ জানান, তিনি সুস্থই আছেন। কেবল ক্লান্তির কাটানোর জন্য হুইল চেয়ার ব্যবহার করছেন।


এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। কেবল বিগ বি নন, করোনা আক্রান্ত হয়েছিলেন প্রায় গোটা বচ্চন পরিবারই। একের পর এক অসুস্থতায় মাঝেমধ্যেই কাবু হচ্ছেন বিগ বি। তবে সেই সঙ্গে কাজও করে চলেছেন চুটিয়ে। একসঙ্গে সামলাচ্ছেন ওটিটি ও বড়পর্দার কাজ।


সামনেই মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চনের নতুন ছবি ‘চেহরে’। অমিতাভ ছাড়াও এই ছবিতে রয়েছেন ইমরান হাসমি। ৩০ এপ্রিল মু্ক্তি পাবে ‘চেহরে’। এরপর ১৮ জুন মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চনের আরও এক নতুন ছবি, ‘ঝুন্ড’।


সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সত্তোরোর্ধ অমিতাভ। একই রকম সক্রিয় কাজের ক্ষেত্রেও। অসুস্থতা কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে খুব তাড়াতাড়ি যেন স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি, এমনই শুভেচ্ছাবার্তায় ভরে উঠছে অমিতাভের সোশ্যাল দেওয়াল।