লখনউ: মহাতারকা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আবারও পৌঁছলেন লখনউয়ে (Lucknow)। শ্যুটিংয়ের কাজে। শেষ এই শহরে 'গুলাবো সিতাবো' ছবির শ্যুটিংয়ে হাজির হয়েছিলেন বিগ বি। ফের একবার নতুন প্রজেক্টের শ্যুটিং শুরুর জন্য হাজির হলেন লখনউ শহরে।


শনিবার অমিতাভ বচ্চন নিজের ব্লগে এদিন বেশ কিছু ছবি শেয়ার করেন ফ্লাইট থেকে। ছবির সঙ্গে ক্যাপশনে শ্যুটিং শুরু নিয়ে নিজের উত্তেজনা প্রকাশ করেন অভিনেতা। যদিও ছবির নাম ও শ্যুটিং লোকেশন শেয়ার করেননি তিনি।


ক্যাপশনে লেখেন, 'আরও একটা দিন, আরও একটা সফর, আরও একটা নতুন প্রজেক্ট। বিমানবন্দর থেকে সোজা সেটে এবং এখন ফিরলাম। কাল অনেক সকালে কল রয়েছে।'


আসন্ন এই ছবির কলাকুশলী থেকে শুরু তরে তাঁদের চরিত্র, মেকআপ সবকিছুতেই থাকবে চমক। অমিতাভ বচ্চনের ব্লগেই আভাস মিলল তার। 


ইনস্টাগ্রামেও বেশ কিছু ছবি শেয়ার করেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে লেখেন, 'ট্রাভেলড অ্যান্ড পিঙ্কড আপ... নতুন দিন, নতুন ছবি, নতুন শেখা... প্রত্যেক দিন।'


 






বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, লখনউয়ে অমিতাভ বচ্চন আপাতত পরিচালক সুজিত সরকারের পরবর্তী ছবির শ্যুটিংয়ে গিয়েছেন। এবং এই শ্যুটিংয়ের ফাঁকেই তিনি শহরে সূরজ বরজাতিয়ার 'উঁচাই' ছবির কাজও সারবেন। এই দুই ছবি ছাড়াও অমিতাভ বচ্চনের হাতে বিকাশ বহেলের 'গুডবাই' ছবির কাজও রয়েছে।


আরও পড়ুন: Ganapath Night Shoot: মধ্যরাতে শ্যুটিং! 'গণপথ'-এর সেট থেকে ছবি পোস্ট টাইগার-কৃতীর