কলকাতা: খেলার মাঠেও এবার ইউক্রেনে পাশে থাকার বার্তা। যুদ্ধ নয়, শান্তি চাই এই বার্তা নবনালন্দা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের তরফে। প্রতিবারই তাঁরা একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকেন। এবারও রবীন্দ্র সরোবরের অ্যাভেনিউ সম্মিলনী মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করেছিলেন তারা। মোট ৮টি দল অংশ নিয়েছিল। তার মধ্যেই একটি দল বেঙ্গল বন্ডিতস। তাঁরাই তাঁদের জার্সিতে খেলার মধ্যে দিয়েই পৌঁছে দিয়েছেন শান্তির বার্তা।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা গোটা বিশ্বকে ভাবিয়েছে। এই শহরের অনেক তরুণ-তরুণীও ইউক্রেনে আটকে রয়েছেন পড়াশুনা করতে গিয়ে। জীবন সংশয় রয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে খেলার মাঠেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তির আবেদন করছেন এই এই দলের প্লেয়াররা। টুর্নামেন্টে অংশগ্রহণের মধ্যে দিয়েই ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়েছে বেঙ্গল বন্ডিত। 


টুর্নামেন্টে খেলার জন্য বেঙ্গল বন্ডিতসের প্লেয়ারদের জন্য যে জার্সি তৈরি করা হয়েছে, তাতে জার্সিতে লেখা ''স্ট্যান্ড বাই ইউক্রেন'', আরও লেখা জার্সিতে মেক লাভ, নট ওয়ার। হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও ইউক্রেনের মানুষদের জন্য যেভাবে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে, তা প্রশংসা কুড়িয়েছে সবার।


উল্লেখ্য, এবার ২৭ তারিখ থেকে শুরু এই ফুটবল টুর্নামেন্টটি। মোট ৮টি দল অংশ নিয়েছে টুর্নামেন্টটিতে। আইপিএলের ধাঁচেই এখানেও প্লেয়ারদের নিলামের থেকে দলে নেওয়া হয়। প্রতি দলে ৫ জন করে ফুটলার। 


উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে ক্রীড়াবিশ্বেও। সম্প্রতি এক টুর্নামেন্টে অংশ নিয়ে পদক জিতে নিয়েছেন রুশ জিমন্যাস্ট ইভান কুলিয়াক। এরপর সেই পদক প্রদর্শনের জন্য পোডিয়ামে দাঁড়িয়ে অবাক করা কাণ্ড করে বসেন তিনি। তিনি যে পোশাক পরে পোডিয়ামে দাঁড়ান সেটির বুকের মাঝ বরাবর ইংরেজি 'জেড' অক্ষরের আদলে চিহ্ন আঁকা। এই চিহ্ন যুদ্ধে ব্যবহৃত রাশিয়ার ট্যাংক ও যুদ্ধ যানগুলোতে দেখা যায়। এর মানে হচ্ছে 'বিজয়'।  


আরো পড়ুন: অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে লক্ষ্য সেন