মুম্বই: কি অ্যান্ড কা-য় অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল তাঁদের। ভোজপুরি ছবি গঙ্গা দেবীতেও ওই অতিথি শিল্পী হিসেবেই। কিন্তু সে তো মোটে এক ঝলক। এবার সুজিত সরকারের ছবিতে আবার পুরোদস্তুর দেখা যাবে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনকে।
কভি খুশি কভি গম-এ শেষবার পূর্ণাঙ্গ চরিত্রে দেখা যায় অমিতাভ-জয়াকে। এবার সুজিত সরকারের ছবিতে তাঁরা মধ্যবয়স্ক দম্পতি, যাঁদের ৪০ বছর হল বিয়ে হয়েছে। দুজনে ভাগাভাগি করে নিচ্ছেন বার্ধক্য। মৃত্যুভয় তাঁদের নেই। শুধু আশঙ্কা, কী হবে অন্যজনের, যদি একজন আগে যান?
এর আগে অভিমান ও মিলির মত ক্লাসিক ছবি উপহার দিয়েছেন অমিতাভ-জয়া। আশা করা যায়, এই ছবিটিও তেমনই উপভোগ্য হবে।
ফের বড় পর্দায় একসঙ্গে অমিতাভ-জয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 May 2017 10:38 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -