কলকাতা: বয়স বাড়লেও, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। হামেশাই তিনি নিজের বিভিন্ন মতামত থেকে শুরু করে বিভিন্ন স্মৃতিচারণা করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। আর আজ, সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন নিজের পুরনো একটি সিনেমার টিকিট। যে সিনেমা একেবারে মিথ হয়ে রয়েছে দর্শকদের মধ্যে, সেই সিনেমার টিকিটের দাম তখন কত ছিল? সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)-এর পোস্ট দেখে নস্ট্যালজিক নেটদুনিয়া।
সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন আজ শেয়ার করে নিয়েছেন, 'শোলে' সিনেমার একটি টিকিটের ছবি। সোমবার সকালে, নিজের ব্যক্তিগত ব্লগে অমিতাভ একটি 'শোলে' সিনেমার টিকিট শেয়ার করে নেন। সেই সময়ে টিকিটের দাম ছিল, ২০ টাকা। সেই টিকিটই যত্ন করে রেখে দিয়েছেন অমিতাভ। অভিনেতা টিকিটের দামের দিকে সবার নজর আকর্ষণ করেছেন। তিনি লিখেছেন, সেই সময়ে টিকিটের দাম এইরকমই হত। ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন অভিনীত 'শোলে'। ছবিটি সেই সময়ে রেকর্ড ব্যবসা করেছিল। শুধু তাই নয়, অগাস্ট মাসের ১৫ তারিখে, এই সিনেমাটা ৫০ বছর পূর্ণ করবে। এতদিন পরেও এই সিনেমা নিয়ে উন্মাদনা এতটুকুও কমেনি। রামগড় গ্রামের একটি ঘটনা নিয়ে এগিয়েছিল এই সিনেমার গল্প। আমজাদ খান, সঞ্জীব কুমার ও হেমা মালিনী এই সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন।
অন্যদিকে, সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একটি দাদা কুর্তা পাজামা পরে রয়েছেন অমিতাভ, সঙ্গে নিয়েছেন একটি অফ হোয়াইট শাল। এই পোশাকেই জলসার মধ্যে ঢুকে যাচ্ছিলেন তিনি। তবে যখন তিনি লক্ষ করেন য়ে, কেউ তাঁর ভিডিও বানাচ্ছে, তিনি রেগে যান। কড়া ভাষায় ক্য়ামেরা বন্ধ করতে বলেন তিনি। বলেন, "এ ভিডিও বানিও না... বন্ধ করো!" এতে যাঁরা ভিডিও তুলছিলেন, তাঁরা হকচকিয়ে গিয়ে ভিডিও বন্ধ করে দেন। অমিতাভকে এই বেশে প্রায় কেউই আগে দেখেননি। সেই কারণেই সবাই অবাক হন যে অমিতাভ কেন এভাবে বললেন।
অমিতাভের ব্যবহারে অবাক অনুরাগীরা। কারণ ক্যামেরা দেখলেই তিনি সবসময় হাতজোড় করে অভিবাদন জানান। হাসিমুখে পাপারাৎজিদের জন্য পোজ ও দেন। তবে তাঁর এই ব্যবহারে অবাক হয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ কটাক্ষ করতে ছাড়েননি। সাধারণত ক্যামেরা দেখলেই বিরক্ত হন অমিতাভ পত্নী জয়া বচ্চন। অধিকাংশ পাপারাৎজিদের দেখলেই তিনি বিরক্ত হন। ছবি তোলার জন্য প্রায় কখনোই পোজ দেন না। সেই কারণে অনেকে কটাক্ষ করেছেন যে, অমিতাভের ওপর কি জয়া বচ্চনের প্রভাব পড়েছে? সেই কারণেই তিনি এইরকম ব্য়বহার করলেন পাপারাৎজিদের দেখে? তবে অমিতাভ তাঁর এই ব্যবহারের কোনও বিবৃতি দেননি। অনেকে আবার তারকার পাশে দাঁড়িয়ে বলেছেন, তিনি যত বড় তারকাই হোন না কেন, ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করলে যে কেউ মেজাজ হারাতেই পারেন।