মুম্বই: কোনও বয়স্ক তারকার চেয়ে অল্পবয়সি তারকার মৃত্যুর শোক অনেক বেশি। এমনই মনে করেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। তিনি ইনস্টাগ্রামে সদ্যপ্রয়াত অভিনেতা ইরফান খান ও ঋষি কপূরের ছবি পোস্ট করে লিখেছেন, ‘একজন বয়স্ক তারকার মৃত্যু বনাম একজন অল্পবয়স্ক তারকার মৃত্যু... প্রথমজনের থেকে দ্বিতীয়জনের ক্ষেত্রে শোক অনেক বেশি... কেন? অল্পবয়স্ক তারকার মৃত্যুর শোক অনেক বেশি দুঃখজনক। অল্পবয়স্ক ব্যক্তির মত্যু বয়স্কের চেয়ে অনেক বেশি বেদনাদায়ক। কারণ, অল্পবয়সি ব্যক্তির ক্ষেত্রে সম্ভাবনা বোঝা যায়নি।’
পরপর দু’দিন ইরফান ও ঋষির মৃত্যুতে বলিউডে শোকের ছায়া। এই দুই অভিনেতার সঙ্গেই কাজ করেছেন অমিতাভ। স্বভাবতই তিনিও শোকস্তব্ধ। সোশ্যাল মিডিয়া পোস্টে সেই বেদনাই প্রকাশ করেছেন তিনি।
ঋষির সঙ্গে ‘কভি কভি’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘কুলি’, ‘১০২ নট আউট’ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ। তিনি ইরফানের সঙ্গে ‘পিকু’ ছবিতে অভিনয় করেন।