নয়াদিল্লি: গতকাল ছিল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মার জন্মদিন। ৩২ বছর পূর্ণ করেছেন তিনি। লকডাউনের জেরে বাড়িতে বসেই কেটেছে তাঁর জন্মদিন। তবে স্ত্রীর জীবনের এই বিশেষ দিনটি যাতে ভালভাবে উদযাপন করা যায়, সেই চেষ্টায় ত্রুটি রাখেননি বিরাট। তিনি কেকের ব্যবস্থা করেন। অনুষ্কার কেক কাটার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। এর সঙ্গে তিনি লেখেন, ‘তুমি আমার ভালবাসা। তুমি প্রতিদিন পৃথিবীতে আলো ছড়াও। তুমি আমার পৃথিবী আলোকিত করেছো। আমি তোমাকে ভালবাসি।’ স্ত্রীর জন্য বিরাটের এই বিশেষ বার্তা দেখে তাঁদের অনুরাগীরা আপ্লুত।
অনুষ্কাকে বেশ কিছুদিন কোনও ছবিতে দেখা যায়নি। তিনি ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবি ‘জিরো’-তে ছিলেন। সেই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। এরপর কোন ছবিতে অভিনয় করবেন, সে বিষয়ে এখনও কিছু জানাননি অনুষ্কা।
করোনা ভাইরাসের জেরে সব খেলা বন্ধ হয়ে যাওয়ায় বিরাটও এখন বাড়িতে বসে থাকতে বাধ্য হচ্ছেন। এবারের আইপিএল আদৌ হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। ভারতীয় দলও আবার কবে মাঠে নামবে, সেটাও বলা যাচ্ছে না। ফলে বাড়িতেই সময় কাটাচ্ছেন বিরাট-অনুষ্কা।