ট্যুইটারে ২১ মিলিয়ন ভক্তসংখ্যা ছুঁলেন বিগ বি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 May 2016 10:34 AM (IST)
মুম্বই: প্রথম বলিউড তারকা হিসেবে ট্যুইটারে ২১ মিলিয়ন (২ কোটি ১০ লক্ষ) ভক্তসংখ্যা ছুঁলেন অমিতাভ বচ্চন। এর ফলে ৭৩ বছরের এই অভিনেতা অনেকটাই পিছনে ফেললেন সমসাময়িক শাহরুখ খান (১.৯৬ কোটি), সলমন খান (১.৭৮ কোটি), আমির খান (১.৭৬ কোটি) এবং প্রিয়ঙ্কা চোপড়াকে (১.৪০ কোটি)। প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের ট্যুইটার অ্যাকাউন্টটি ২০১০ সালের মে মাসে চালু হয়। ২.১ কোটির মাইলস্টোন ছোঁয়ার কথা নিজের মাইক্রো ব্লগিং সাইটে জানান বিগ বি।