মুম্বই:  ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবির হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ মেগাস্টার অমিতাভ বচ্চনের। গত কয়েক দশকের সঙ্গে তুলনা করলে সম্প্রতি তিনি লক্ষ্য করেছেন ইন্ডাস্ট্রিতে চোখে পড়ার মতো একটি পরিবর্তন এসেছে। তাঁর কথায় আগে ছবির শ্যুটিং সেটে মাত্র দুজন মহিলা উপস্থিত থাকতেন। একজন নায়িকা এবং অপরজন নায়িকার মা। কিন্তু বর্তমানে ফিল্ম মেকিংয়ের পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকছেন অসংখ্য মহিলা। সিনেমা পরিচালনায়, ক্যামেরার পিছনে, চিত্রনাট্য তৈরির কাজে, মেকআপ, সবজায়গাতেই মহিলাদের অবাধ বিচরণ। আর এই উন্নতিটাই বিগ বি খুব ভাল চোখে দেখছেন।

চলচ্চিত্র সমালোচক ভাবনা সোমায়ার বই ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন ইন্ডিয়া-অ্যা সেনচুরি অফ ইন্ডিয়ান সিনেমা’-র প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন বিগ বি।

আলোচনায় শুধু বলিউডের পরিবর্তন নয়, তাঁর শৈশব এবং তরুণ বয়সের স্মৃতিরও রমন্থণ করেছেন অমিতাভ। আজ চারিদিকে এত মাল্টিপ্লেক্স, কিন্তু বিগ বি ভাগ করে নিয়েছেন ইলাহাবাদে তাঁর প্রথম শীততাপ নিয়ন্ত্রিত হলে প্রবেশের কথা, তাঁর উত্তেজনার কথা। অনুষ্ঠানে বিগ বি ছাড়াও উপস্থিত ছিলেন মিতা বশিষ্ঠ, পূজা বেদী এবং দিব্যা দত্ত।